গোটা দেশের সবথেকে ⛦দূষিত জলাশয় হল মহাকুম্ভ। ওই জলেই মিশেছে পচা মৃতদেহ। সম্প্রতি এমনই মন্তব্য করেন, সমাজবাদী পার্টর সাংসদ জয়া বচ্চন। যোগী সরকারের বিরুদ্ধে তোপ দাগতেই এমন মন্তব্য করেন তিনি। তবে 🙈এবার জয়ার এই মন্তব্যকে কটাক্ষ করলেন আচার্য প্রমোদ কৃষ্ণম।
ঠিক কী বলেছেন তিনি?
♑ জয়াকে কটাক্ষ করে আচার্য প্রমোদ কৃষ্ণম IANS-কে বলেন, ‘জয় বচ্চনকে নিয়ে অমিতাভ বচ্চন সুখী নন। এবার সমগ্র সনাতন সম্প্রদায়ের মানুষ যাতে ওঁর প্রতি বিরক্ত হয়ে ওঠেন, উনি এমনই চেষ্টা কর𒅌ছেন। গোটা দেশের সাংসদরা ওনার উপর বিরক্ত। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, গঙ্গা মায়ের কাছে প্রার্থনা করছি, উনি জয়া বচ্চনকে সুবুদ্ধি দিন। যেন ধর্মের প্রতি ওঁর বিশ্বাস আরও গভীর হয়। উনি একজন ভালো অভিনেত্রী, ভালো সাংসদ, তেমনই একজন প্রকৃত সনাধর্মের মানুষের মতোই যেন ব্যবহার করেন। দয়া করে উনি যেন নাস্তিকদের মতো, বামপন্থীদের মতো ব্যবহার না করেন।’
আরও পড়ুন-নিকের দেখা নেই, বিদেশি শাশুড়ি মা🙈কে নিয়েই ভাইয়ের প্রাক 🍸বিবাহ অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া
আরও পড়ুন-সমস্যা মেটাতে ফেডারেশনকে ডিরেক্টরস গিল্ড🥃ের চিঠি, আলোচনায় কি বসবে দুই পক্ষ?