স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশ জুড়ে ১২ জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। দিনটিকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠি লিখলেন অজয় দেবগণ। সেই চিঠি কিন্তু অন্য কারও উদ্দেশে নয়, বরং নিজেকেই পাঠালে💟ন তিনি। খোলসা করে বললে😼, ২০ বছর বয়সী যুবক অজয়ের উদ্দেশে চিঠিটি লিখেছেন 'সিংঘম'। পোস্টের সঙ্গে ক্যাপশনে অজয় জুড়েছেন, 'জাতীয় যুব দিবসে ভাবলাম ২০ বছরের ওই যুবক অজয়কেই একটি চিঠি লিখি। আশা করি, তাঁর ভালো লাগবে।'
'প্রিয় ২০ বছর বয়সী আমি' দিয়েই শুরু হচ্ছে অজয়ের এই চিঠি। 'তোমার সম্পূর্ণ অচেনা এই জগতে একজন অভিনেতা হিসেবে হাতেখড়ি হতে চলেছে তোমার। সত্যি কথা বলতে কী, ভীষণ মনখারাপ করা কিছু 'না' শুনতে হবে তোমায়। বাতিলও হতে হবে পরপর। পাঁচজনের থেকে একটু আলাদা এবং লাজুক হওয়া সত্বেও নিজেকে প্রমাণ করার দারুণ চেষ্টা করা সত্বেও ব্যর্থ হবে তুমি। মুখ থুবড়েജ পড়বে। সমালোচকদের কড়া সমালোচনা এতটাই ধারালো হয়ে উঠবে যে নিজের উপরেই একটা সময়ে প্রশ্ন করতে শুরু করবে তুমি। সাফল্যের থেকে বেশি ব্যর্থতার স্বাদ চাখার জন্য তৈরি থেকো।'
চিঠি ল🍷েখা না থামিয়ে বলি-তারকার আরও সংযোজন, 'তবে আগেভাগে একটা সত্যি কথা বলেই ফেলি তোমাকে। এসব পেরিয়ে ধীরে ধীরে হলেও তুমি বুঝবে যে নিজের স্বকীয়তাই তোমার সবথেকে বড় জোর। তাই একটু হোঁচট খেলেও দাঁড়িয়ে পড়ো না। নিজেকে ক্রমাগত তাড়িয়ে নিয়ে বেড়াও। সবসময়ে নিজের নিয়মে চলো। নিজের মতো করে বেঁচো। ও হ্যাঁ, আর একটা কথা। পারলে একটু নাচটা শিখে নাও, অনেক কাজে আসবে। ভালোবাসা নিও, তোমারই বয়স্ক, বুদ্ধিদীপ্ত এবং আরও সুন্দর দেখতে আমি।'
এই চিঠি পড়ামাত্রই অজয়ের প্রশংসায় পঞ্চমুখে নেটপাড়ার বাসিন্দারা। একজন তো বললেই ফেললেন, 'এই চিঠি আদতে আমাদের আগামী প্রজন্মের জন্যে দারুণ কাজে আসবে।স্যার, আপনিই সের🎉া।' নজর কেড়েছে অজয়কে উদ্দেশের লেখা আরও এক ব্যক্তিকে কমেন্টও,' কুড়ি বছরের সেই অজয় নিশ্চয়ই গর্বিত বোধ করবে আপনাকে নিয়ে।'