১ জুন, গোটা দেশেই লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট চলছে। শেষ দফায় ভোট চলছে𓆉 কলকাতাতেও। এদিন বহু টলি তারকাকেই নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখা গিয়েছে। তারই মাঝღে সমস্ত ভোটাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন কৌতুকশিল্পী, সঞ্চালক, অভিনেতা মীর আফসার আলি।
ঠিক কী বলেছেন মীর?
এদিন যখন ভোটগ্রহণ চলছে, তখনই সোশ্যা♏ল মিডিয়ায় নিজের আঙুল দেখিয়ে মীর নিজেরই একটা ছবি পোস্ট করেন, যাতে লেখা ‘আজ দেখে শুনে টিপবেন’। ছবির ক্যাপশানে লেখা, ‘বোতামে চাপ, বুঝে দিস🐲 বাপ’। হ্যাজট্যাগে দিয়েছেন মীর আফসার আলি, আর লোকসভা ইলেকশন।
মীরের এই পোস্টের নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘বোতাম টেপা হয়ে গিয়েছে কয়েক꧑দিন আগেই।’ অর্থাৎ বলতে চেয়েছেন তিনি আগেই ভোট দিয়েছে। কেউ আবার সতর্ক করে দিয়ে লিখেছেন,﷽ ‘টেপার পর একটু দাঁড়াবেন, বিপটা আসছে অনেক পড়ে।’ কেউ আবার মীরের কথা প্রসঙ্গে সহমত প্রকাশ করেছেন। এমনই অজস্র কমেন্ট উঠে এসেছে।
তবে এই প্রথম নয়। এর আগেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় হাসির ছলে তুলে ধরেছেন মীর। শুক্রবারই দুই বিড়ালের ঝগড়ার ভিডিয়ো পোস্ট করে মীর ছবিতে লিখেছিলেন, ‘প্রচার শেষে দুই প্রার্থী।’ ক্যাপশানে লেখেন, ‘আমরা ঝগড়া দেখতে হেব্বি লাগে’। সেই ভিডিয়োর নিচেও লোকজন নানান মন্তব্য করেছিলেন। কেউ লেখেন, ‘ওদের দিকে একটা পুঁটি মাছ ছুড়ে দাও।’ ‘কেউ আবার সংবাদ পাঠক-পাঠিকার স্টাইলে লেখেন, ‘সংবাদ প্রতিবেদকদের মতো: ব্রেকিং নিউজ! দুই প্রার্থীর প্রকাশ্য দিবালোকে হাতাহাতি! সরাসরি সম্প্রচার দেখছেন আমাদের এক্সক্লুসিভ লাইভ-এ’। কারোর দাবি, ’ইহা অপ্রাসঙ্গিক। ঝগড়া সর্বদা জনসমক্ষে ꦯকরা হয়, প্রচার শেষে একই ঘরে বসে হাসি ঠাট্টা চলে।'
প্রসঙ্গত, একসময় মীর নামেই লোকের মনে পড়ত মীরাক্কেলের কথা। কিংবা রেডিয🙈়োতে সক্কাল সক্কাল সেই গমগমে কণ্ঠস্বর নিয়ে সানডে সাসপেন্স। তবে মীর রেড🔯িয়ো ছেড়েছেন তিনি বেশ কয়েক বছর হল। এখন তিনি গল্প মীরের ঠেক চালান। মাঝে মধ্যেই গল্প মীরের ঠেক নিয়ে নানান মজাদার ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় মীরকে।