‘বিটার হাফ’-এর পর দ্বিতীয় ছবি পরিচালনার ক🤡াজে হাত দেওয়ার কথা ঘোষণা করলেন শ্রীলেখা মিত্র। কাস্টেও রয়েছে বেশ চমক। পুরো পরিকল্পনাটাই নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে তুলে ধরলেন অভিনেত্রী। আগেই শ্রীলেখা জানিয়েছিলেন এক বয়ষ্ক মহিলার গল্প নিয়েই তৈরি হবে তাঁর পরিচালিত দ্বিতীয় ছবিটি। এবার জানা♏লেন যেখানে মায়ের ভূমিকায় অভিনয় করবেন শ্রীলেখার পিসি তপতী দাস এবং মেয়ের ভূমিকায় অভিনয় করবেন অমৃতা চট্টোপাধ্যায়।
অভিনেত্রী হিসেবে অমৃতা তাঁর খুব পছন্দের। শ্রীলেখার কথায়, ‘ওর মুখের🤪 একটা বৈশিষ্ট্য রয়েছে। ওর সঙ্গে কথা বলেও ভালো লাগে। শিক্ষিত, রুচিসম্মত। মেয়ে হিসেবে ফিট ইন করবে।’ তাঁর পিসির সঙ্গে চেহারার বেশ সাদৃশ্য আছে বলেও জানালেন। ‘দুজনের꧃ই চুল কোঁকড়া। ফর্সা, পাতলা গোছের চেহারা’, মত পরিচালক শ্রীলেখার।
‘বিটার হাফ’-এর পর দ্বিতীয় ছবি পরিচালনার কাজে হাত দেওয়ার কথা ঘোষণা করলেন শ্রীলেখা মিত্র। কাস্টেও রয়েছে বেশ চমক। পুরো পরিকল্পনাটাই নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে তুলে ধরলেন অভিনেত্রী। আগেই শ্রীলেখা জানিয়েছিলেন এক বয়ষ্ক ম𓆉হিলার গল্প নিয়েই তৈরি হবে তাঁর পরিচালিত দ্বিতীয় ছবিটি। এবার জানালেন যেখানে মায়ের ভূমিকায় অভিনয় করবেন শ্রীলেখার পিসি তপতী দাস এবং মেয়ের ভূমিকায় অভিনয় করবেন অমৃতা চট্টোপাধ্যায়।
অভিনඣেত্রী হিসেবে অমৃতা তাঁর খুব পছ📖ন্দের। শ্রীলেখার কথায়, ‘ওর মুখের একটা বৈশিষ্ট্য রয়েছে। ওর সঙ্গে কথা বলেও ভালো লাগে। শিক্ষিত, রুচিসম্মত। মেয়ে হিসেবে ফিট ইন করবে।’ তাঁর পিসির সঙ্গে চেহারার বেশ সাদৃশ্য আছে বলেও জানালেন। ‘দুজনেরই চুল কোঁকড়া। ফর্সা, পাতলা গোছের চেহারা’, মত পরিচালক শ্রীলেখার।|#+|
অন্য দিকে অমৃতা মনে করেন যারা প্রথমে অভিনেতা হিসেবে কাজ শুরু করে তারপর পরিচালনায় আসেন তাঁদের বানানো সিনেমায় একটা আলাদা ডায়নামিক্স থাকে। তাঁরা পরিচালক হিসেবেও অনেক সমৃদ্ধ হন। পাশাপাশি এমৃতা জানিয়ে🐽ছেন তাঁর বেশ মনে ধরেছে গল্পটা। খুব সহজ-সরল। কোনও জটিলটা নেই। আর💜 অটাই এই সিনেমার USP হতে চলেছে। অভিনেত্রীর কথায়, ‘প্যানডেমিকের মধ্যে জটিল গল্পের তুলনায় সহজ গল্প দর্শকের মন বেশি ছুঁয়ে যাবে। যদিও চিরকালই সহজ গল্প দর্শক পছন্দ করেন।’
সব ঠিক থাকলে অগস্ট নাগাদ শ্যুট শ🔯ুর🅷ু হবে বলেই জানা গিয়েছে। সদ্য একটি ওয়েবসিরিজের কাজ শেষ করেছেন অমৃতা। তাই ছোট্ট একটা ব্রেকের পর ফের ফিরবেন অভিনয়ে।