মালয়ালাম অভিনেত্রী লেনা মঙ্গলবার সন্ধ্যায় গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ারের সঙ্গে তাঁর বিয়ের ঘোষণ𓃲া⭕ করেছেন। নায়ার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার গগনযান শিরোনামের মানব স্পেসফ্লাইট মিশনের জন্য নির্বাচিত চারজন নভোচারীর মধ্যে একজন। লেনা জানান, ২০২৪ সালের ১৭ জানুয়ারি প্রশান্তকে বিয়ে করেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার꧋কে এই মিশনের প্রশিক্ষণরত পাইলটদের একজন হিসেবে মনোনীত করেছেন। লেনা তার ইনস্টাগ্রাম পোস্টে অফিসিয়াল ভিডিয়োটির একটি স্নিপেট শেয়ার করেন, তারপরে তাঁদের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানের ছবিও রয়েছে। লেনা ও ক্যাপ্টেন প্রশান্তকে মালা পরে পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা দেখা গিয়েছে।
আরও পড়ুন: সন্দেশখালি নিয়ে বেফাঁস নুসরত, মুখ ফসকে ‘১৭৪ ধারা’ মন্তব্য করে তুললেন হাসির রোꦫল
ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ, ২৭ ফেব্রুয়ারি, ২০২🥂৪, আমাদের প্রধানমন্ত্রী মোদীজি ভারতীয় বিমান বাহিনীর ফাইটার পাইলট, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ারকে প্রথম ভারতীয় নভোচারী উইংস প্রদান ক♐রেছেন। এটি আমাদের দেশ, আমাদের কেরালা রাজ্য এবং ব্যক্তিগতভাবে আমার জন্য গর্বে ভরা একটি ঐতিহাসিক মুহূর্ত।’
অভিন🐓েত্রী আরও জানান যে, তিনি তার 🍌বিয়ের বিশেষ খবরটি ভাগ করে নেওয়ার জন্য এই ঘোষণারই অপেক্ষায় ছিলেন। ‘আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। আমি আপনাদের জানানোর জন্য এই বিশেষ ঘোষণার অপেক্ষায় ছিলাম যে আমি 17 জানুয়ারী, ২০২৪ এ একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে প্রশান্তকে বিয়ে করেছি।’
আরও পড়ুন: তেরঙ্গায় মুড়ে পূর্ণ রাষ্ট্রীয় স🤪ম্মানে বিদায় জানানো হল পঙ্কজ উধাসক♑ে, ভিজল চোখ
মঙ্গলবার ভারতীয় মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে, দীর্ঘদিনের প্রশিক্ষণের পরে ‘গগনযান’ মিশনের জন্য গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃ🌠ষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লাকে বেছে নেওয়া হয়েছে। নিজের হাতে এদিন তাঁদের 'অ্য়াস্ট্রোনোট উইং' পরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বলেন, ‘৪০ বছর পরে কোনও ভারতীয় মহাকাশে যেতে চলেছেন। তবে এবার সময়ও আমাদের, কাউন্টডাউনও আমরা করব। আর রকেটও আমাদের। পুরো দেশের পক্ষে থেকে তাঁদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা আজকের ভারতের বিশ্বাস, আপনারা আজকের ভারতের শৌর্য, আপনারা আজকের ভারতের গৌরব, আপনꦬারা আজকের ভারতের সাহস।’
'গগনযান' মিশনের মাধ্যমে প্রথমবার মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্য𒐪মাত্রা নিয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা।