এই প্রথমবার কোনও কোনও ভারতীয় গান গোল্ডেন গ্লোবস পুরস্কার পেল। না, কেবল ভারতীয় নয়, এশীয় গান গোল্ডেন গ্লোবস পুরস্কার পেল। আর এই সম্মান এল এসএস রাজﷺামৌলির ছবি আরআরআরের নাটু নাটু গানের হাত ধরে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে দেশে যেন উচ্ছ্বাস আর থামছেই না। এবার সেই উৎসব, উচ্ছ্বাস, উদযাপনে নাম লেখালেন প্রকাশ রাজ।
অভিনেতা প্রকাশ রাজ ব্রিটিশ আমেরিকান কমেডিয়ান জুটি লরেল হার্ডির একটি ভিডিয়ো পোস্ট করলেন গোল্ডেন গ্লোবস মঞ্চে আরআরআর ছবির ঐতিহাসিক জয়কে উদযাপন করার জন্য। এই দারুণ,🍎 জমাটি নাচের গানটি সেরা অরিজিন্যাল গানের পুরস্কার পেয়েছে গোল্ডেন গ্লোবসের মঞ্চে।
এই পুরস্কারের জন্য একই বিভাগে অন্য যে গ👍ানগুলো মনোনীত হয়েছিল সেগুলো হল টেলর সুইফটের ক্যারোলিনা, এই গা🅷নটি হোয়ার দ্য ক্রড্যাডস সিং ছবির। এছাড়া ছিল টপ গান ম্যাভেরিক ছবির হোল্ড মাই হ্যান্ড। গানটি লেডি গাগা গেয়েছেন। রিহানার গাওয়া ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার ছবির লিফট মি আপ গানটিও ছিল মনোনয়নের তালিকায়।
প্রকাশ রাজ যে ভিডিয়োটি টুইটারে পোস্ট করেছেন সেখানে এই ব্রিটিশ আমেরিকান কমেডিয়ান জুটিকে নাটু নাটু গানে পা নাচাতে দেখা যাচ্ছে। আ🥀দতে অভিনেতা তাঁদের একটি ভিডিয়োর সঙ্গে এই গানটি জুড়ে পোস্ট করেছেন। তিনি পোস্টের ক্যাপশনে লেখেন, 'নাটু নাটুকে উদযাপন করছি। দারুণ। আরআরআর টিমকে অনেক শুভেচ্ছা।'
প্রকাশ রাজ যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেটার ভিউ বর্তমানে ১ লাখ ছাড়িয়ে গিয়েছে। অনেকেরই এই ভিডিয়োটি বেশ মনে ধরেছে। তাঁরা সকলেই বেশ মজা পেয়েছেন। এক ব্যক্তি এখানে কমেন্ট করে লেখেন, 'লরেল হার্ডির সঙ্গে দ💎ারুণ মিল।' আরেক ব্যক্তি লেখেন, 'দারুণ, খুব ভালো।' আরেক অনুরাগী তাঁর এই পোস্টে লেখেন, 'খুব সুন্দর সিঙ্ক্রোনাইজ করেছে।'
আরআরআর ছবিটি গোল্ডেন গ্লোবসে সেরা অরিজিন্যাল গান বিভাগে পুরস্কার জিতে একটি ইতিহাস তৈরি করে ফেলল। এমএম কিরাবাণী এই গানটি কম্পোজ করেছিলেন। চন্দ্র বোস গানটির লিরিক্স লিখেছিলেন। তিনি পুরস্কার নিয়ে এসএস রাজামৌলিকে ধন্যবাদ জানান।♉ এই ছবিটি প্রথম এশীয় ছবি যা সেরা অরিজিন্যাল গান বিভাগে গোল্ডেন গ্লোবস পুরস্কার পেল।
এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল জুনিয়র এনটিআর, রাম চরণকে। সঙ্গে ছিলেন আলিয়া ভাট। এসএস 🎐রাজামৌলি ছবিটির পরিচালনা করে ছিলেন। ইতিমধ্যেই ছবিটি একাধিক পুরস্কার জিতেছে। এখন অস্কারের লক্ষ্যে এগিয়ে চলেছে এটি।