আর জি করের ঘটনার প্রতিবাদে এবার সরব অভিনেতা সৌরভ দাস। অভিনেতা, সঞ্চালক হিসাবে বরাবরই জনপ্রিয় সৌরভ দাস। তবে এসবের পাশাপাশি সৌরভ গানও ♍করেন। এবাꦰর আরজি করের ঘটনার প্রতিবাদে গান বেঁধে ফেলেছেন সৌরভ। কেমন সেই সৌরভের লেখা গানের লিরিক্স (কথা)?
‘লক্ষ বছর ধরে 🌱চলে আসা গেম শুধু মুখোশ বদলে যায় প্যাটার্নটা সেম/আগ༒ে ডাইনি লেবেল সেঁটে পুড়িয়ে দিত আর এখন ট্রেণ্ডে গ্যাং আপ স্লাট শেম’…. এমনই একটা গান লিখে ফেলেছেন সৌরভ দাস।
এবিষয়ে অভিনেতা সৌরভ দাস টিভি9 বাংলাকে জানান, গতকাল (বুধবার, ৪ সেপ্টেম্বর) যখন তিনি নাকতলা দিয়ে ফিরছিলেন, তখন তিনি এক মহিলাকে প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে একা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন। তারপর কয়েকজন মেয়েকে ꦅমিছিল করে তিনি যে🍰তে দেখেছেন। যা দেখে চোখে জল এসে যায় সৌরভের। অভিনেতার কথায়, এই শহরের মানুষই তাঁর অনুপ্রেরণা, যাঁর এমন প্রতিবাদের রূপ দেখিয়েছেন।
তবে অভিনেতা সৌরভ দাস শাসক দল তৃণমূলেরই ঘনিষ্ঠ। এমনকি গত বিধানসভা ভোটের আগে তৃণমূলের ক্যাম্পেনের অংশও ছিলেন সৌরভ। তবে কি তিনি এবার শাসক♐ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন? এবিষয়ে সৌরভের সাফ জবাব, 'তিলোত্তমার প্রতি যে জঘন্য অপরাধ হয়েছে তার শাস্তি চাই। রাজ্যে যে দূর্নীত♒ি হচ্ছে, তা থেকে আর পাঁচজনের মতোই মুক্তি চাই। যাঁরা দোষী, তাঁরা যদি শাসক দলের অংশও হন, তাহলে তাঁদেরই শাস্তি চাই।'
সৌরভের কথায়, তিনি যদি শাসক দলের বিধায়ক কিংবা সাংসদ হতেন, তাহলে হয়তবা কথাগুলো 🌺বলত𒅌ে পারতেন না। ঠিক যে কারণে তাঁর অনেক সহকর্মীকে চুপ থাকতে হচ্ছে। তবে তিনি কখনও বিধায়ক বা সাংসদ হওয়ার কথা ভাবেননি। তবে তিনি যে দলেরই সমর্থক হোন না কেন, প্রয়োজনে সমালোচনা করবেন বলেও জানান।
সৌরভ দাস আরও জানান, তিনি পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তবে তখনও তিনি জানতেন না যে পার্থবাবু দূর্নীতিগ্রস্ত। অভিনেতার কথায়, অনেকেই ভাবতে পারে♈ন, এতে তাঁর কিছু যায় আসে না। তবে সৌরভ দাসের সাফ কথা, এতে তাঁর যায় আসে। কারণ তিনি কোনও অন্যায়কে প্রশ্রয় দিতে চান না। অন্যায়কে সমর্থন করেন না।