করোনায় আক্রান্ত অভিনেতা সুমিত বিয়াস। অভিনেতা নিজেই সে খবর পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সুমিত আপাতত চিকিৎসকদের পরামর্শমতো ওষুধ খাচ্ছেন ও হোম কোয়ারেন্টিনে আছেন। সঙ্গে সবাইকে সাবধানে থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। শুক্রবার রাতে করোনা সংক্রমণের খবর জানিয়েছেন ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্রাও। নিজের ইনস্টা পোস্টে সুমিত লেখেন, ‘হ্যালো! আমিও কোভিড পজিটিভ। বর্তমানে চিকিৎসকের পরামর্শ মতো ওযুধ খাচ্ছি ও নিজেকে হোম আইসোলেশনে রেখেছি। যদিও আমার খুব সামান্য উপসর্গ রয়েছে, কিন্তু তাও গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, সবাইকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সবাই নিজের যত্ন রাখুন। খুব শীঘ্রই আবার দেখা হবে।’ গজরাজ রাও, গোল্ডি বহেল, সাকিব সালিম, সুনীল গ্রোভারের মতো তারকারা সুমিতকে দ্রুত সেরে ওঠার জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। শনিবার সকালেই জানা গিয়েছে সোনু সুদের করোনা সংক্রমণের কথা। ‘গরীবের মসিহা’ সোনু-র করোনা আক্রান্ত হওয়ায় চিন্তিত অনেকেই। যদিও সোনু জানিয়েছেন, এরফলে তিনি আরও বেশি সুযোগ পাবেন বাড়ি বসে সবার সমস্যা সমাধান করার। দিয়েছেন, সকলের বিপদে পাশে থাকার বার্তা। এর আগে করোনায় সংক্রমিত হয়েছিলেন আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, ভূমি পেদনেকর, কার্তিক আরিয়ান, অক্ষয় কুমারের মতো অভিনেতারা। গোটা মহারাষ্ট্রেই করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নেওয়ায় আপাতত সেখানে ১৪ দিনের কার্ফু জারি করেছে উদ্ভব ঠাকরের সরকার। প্রসঙ্গত, আমাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘আনপজড’-এ শেষ দেখা গিয়েছিল সুমিত বিয়াসকে। ২০২০-র জুনে পুত্র সন্তানের পিতা হয়েছেন সুমিত। ছেলের নাম রেখেছেন বেদ। প্রায়ই ইনস্টায় ছেলের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় সুমিতকে।