গত সপ্তাহে প্রকাশ্যে এসেছে আলিয়া ভাটের বহু প্রতিক্ষীত ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি’র ট্রেলার। পরিচালনায় সঞ্জয় লীলা বনশালী। ট্র𝓡েলারে আলিয়া ভাটের অভিনয় ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। আলিয়ার বাবা মহেশ ভাট মেয়েকে নিজের ‘মাস্টারপিস’ বলে ফেলেছেন। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন আলিয়া।
ছবিতে গাঙ্গুবাইয়ের প্রতিদ্বন্দ্বী ‘রাজিয়া বাই’। এই চরিত্রে অভি𒅌নয় করছেন অভিনেতা বিজয় রাজ। তাঁকে দেখা যাচ্ছে এক রূপান্তরকামী নারীর চরিত্রে। ট্রেলার দেখেই বোঝা যায়, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা। গাঙ্গুকে বার বার ক্ষ্যাপাতে থাকেন রাজিয়া। তাকে কামাঠিপুরা থেকে চলে যেতে বলেন।
একদিকে যেমন প্রশংসা কুড়োচ্ছে ‘গাঙ্গুবাই’, অন্য়দিকে তেমনি ‘রাজিয়া বাই’ চরিত্র নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ছবির ট্রেলারে মাত্র কয়েকটি দৃশ্যে দেখা মিলেছে রাজিয়া বাইয়ের। তাতেই দর্শকদের মন জয় করেছেন বিজয় রাজ। তাঁর অভিনয়কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অ💞নেকেই। তবে বিতর্কের মুখে পড়েছে তাঁর এই চরিত্র।
ছবিতে বিজয় রাজকে এক রূপান্তরকামী নারীর চরিত্রে দেখা মিলেছে। কেন অভিনেতা বিজয় রাজকে রূপান্তরকামী নারীর চরিত্রে কাস্ট করা হল? সেই জায়গায় কেন আসল রূপান্তরকামীকে নেওয়া হল না? এই নিয়ে বিতর্কের সূত্রপাত। এক নেটিজেনের মন্তব্য, ‘একজন পুরুষকে ট্রান্স🤡সেক্সুয়াল চরিত্রে কাস্ট করা কি এবার বন্ধ করতে পারে বলিউড? ২০২২ সাল এটা এবং আমি নিশ্চিত যে আমাদের দেশে যথেষ্ট প্রতিভা রয়েছে। একজন ট্রান্সজেন্ডার ব্যক্তিও সর্বোত্তমভাব🌊ে রূপান্তরকামীর চরিত্র ফুটিয়ে তুলতে পারে’।
একদিকে যেমন বাহবার বন্যা। অন্যদিকে তেমনি প্রশ্নও তুলেছ♒েন বেশ কিছু নেটিজেন। অপর এক নেটিজেনের কথায়, ‘সবই সুযোগ পাওয়ার ব্যাপার। রূপান্তরকামীদের চরিত্র ಌনিয়ে গল্প লেখা হয়, সিনেমা হয়। কিন্তু সেই সিনেমায় রূপান্তরকামীরা অভিনয় করার সুযোগও পান না’। যদিও কেউ কেউ বিজয়ে অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। এক নেটিজেনের মন্তব্য, ‘প্রত্যেকের অভিনয় ভালো। কিন্তু বিজয়কে দেখে মনে হল তিনিই যেন সেরা। যেভাবে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন, অনবদ্য না বলে পারছি না।'