প্রতারণার অভিযোগ, এই মুহূর্তের বিতর্কের কেন্দ্রবিন্দুতে সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান। নুসরতের বিরুদ্ধে প্রথমে মুখ খুল💧েছিলেন বিজেপির শঙ্কুদেব পণ্ডা। তারপর শু𝐆ভেন্দু অধিকারী সহ আরও অনেকেই নুসরতের বিরুদ্ধে বিষেদাগার হয়েছেন। সাংসদ, অভিনেত্রীর বিরুদ্ধে মুখ খুলেছেন রুদ্রনীলও।
ফ্ল্যাট তৈরির নাꩵমে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের মাধ্যমে যে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। যে সংস্থার একসময় ডিরেক্চর পদে ছিলেন নুসরত। অভিযোগ, প্রতারণার টাকায় নুসরত নিজে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। যদিও সম্প্রতি সাংবাদিক সম্মেলনে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে নুসরত জানান, ত🦋িনি ওই সংস্থার থেকে ঋণ নিয়েছিলেন, যা তিনি পরে পরিশোধও করে দেন। এদিকে আবার নুসরতের এই দাবি অস্বীকার করেছেন সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিংয়ের। তিনি সাফ জানিয়েছেন, সংস্থার তরফে নুসরতকে কোনও ঋণ দেওয়া হয়নি।
এদিকে নুসরতের বিরুদ্ধে ফ্ল্যাট 🌱প্রতারণার অ♋ভিযোগের মাঝে অবশেষে মুখ খুললেন সাংসদ, অভিনেত্রীর সঙ্গী যশ দাশগুপ্ত। এবিষয়ে ঠিক কী বক্তব্য যশ দাশগুপ্তের?
যশ জানিয়েছেন, ‘নুসরত জাহানের বিরুদ্ধে ফ্ল্যাট দেওয়ার নামে যে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন।’ নুসরতকে ED ডাকতে পারে✨ এমন কথায়ꦦ যশ জানান ‘ED ডাকবে না।’
প্রসঙ্গত, নুসরতের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রত🍸ারণার অভিযোগ এনে ED-র দ্বারস্থ হন বিজেপির শঙ্কুদেব পণ্ডা। মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা ফ্ল্যাট তৈরির নামে প্রবীণ অবসরপ্রাপ্তদের কাছ থেকে টাকা তুলেছে। মাথাপিছু ৪ লক্ষ টাকা করে ৪২৯ জনের কাছে তোলা হয় বলে অভিযোগ। যদিও বেশ কয়েকবছর কেটে গেলেও ফ্ল্যাট মেলেনি। বিচার চেয়ে দরজা দরজা ঘুরছেন প্রতারিতরা। উল্টে সেই টাকায় বিশাল, বিলাসবহু꧟ল ফ্ল্যাট কেনেন নুসরত নিজে।
জানা যায়, দক্ষিণ কলকাতার অভিজাত পাম অ্যাভিনিউ-এ আড়াইহাজার স্কোয়ারফিটের ফ্ল্যাট আছে নুসরতের। যদিও সাম্প্রতিক সংবাদিক বৈঠকে নুসরত দাবি করেছিলেন তিনি সেভেন সেন্স থেকে ১ কোটি ১৬ লক্ষ, ৩০ হাজার ২৮৫ টাকা ঋণ নিয়েছিলাম। পরে সুদে আসলে সেই ঋণ মিটিয়ে দেওয়া হয়েছে। যদিও মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিং জানিয়েছেন, ‘নুসরত আমাদের থেকে কোনও ঋণ নেননি। আমরা ওই ফ্ল্যাটটি কোম্পানির ইনভেসমেন্ট হিসাবে ডেভলপারকে অ্যাডভান▨্স করেছিলাম, পরে ওটি নুসরতের পছন্দ হয়ে যায়, উনি বাকি টাকা দিয়ে রেজিস্ট্রি করেন। তাই নুসরত যা বলেছেন তা ঠিক নয়।’