মেয়েদের কাছে ‘বাবা’ মানেই ভালবাসা, আ🎃দর, খুনসুটি, বিশ্বাসের জায়গা। অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ছোট পর্দা পেরিয়ে বড় পর্দাতেও সমান ভাবে দর্শকদের মনে জায়গা করেছেন তিনি। এখন তাঁর নাম-যশ, অর্থ কোনোটারই অভাব নেই। কিন্ত তবুও যেন মনের কোণায় দুই আফসোস রয়েছে তাঁরা। যা আর কোনো দিনও পূরণ হবে না। কী সেই দুই আফসোস? পিতৃদিবসের দিন নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
বাবাকে যে তাঁর খুব মনে পড়ে। পিতৃদিবসে বলেই ফেললেন নিজের মনের কথা। সামাজিক মাধ্যমে স্মৃতির পাতা থেকে বাবার সঙဣ্গে পুরনো ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন তিনি। বাবার কোলে চাপা সেই সাদা-কালো ছবিতে খুদে অপরাজিতাকে দেখা গেছে। পাশাপাশি জানিয়েছেন, 🔥এইটা ছাড়া বাবার সঙ্গে তাঁর আর কোনো ছবি নেই।
অপরাজিতা লিখছেন, ‘তখন তো এত ছবি তোলার চল🍬 ছিলনা। ছবি তোলা মানে একটা উৎসব। আর মধ্যবিত্তদের সবার বাড়িতে ক্যামেরা থাকতো না। এটা আমার পাঁচ বছরের জন্মদিনে তোলা ছবি। ১৫ বছরে বাব🐻া না ফেরার দেশে চলে গেলো। আর আমায় আশীর্বাদ করে গেলো প্রত্যেক মুহুর্তকে সত্যি করে তুলে ধরার ছবির জগৎ’।
স্মৃতিমেদুর অভিনেত্রী আরো জানিয়েছেন, তাঁর জীবনে মাত্র দুটো আফসোস। তাঁর কথায়, ‘আমার জীবনে কোনো আফশোস নেই দুটো ছাড়া। এক আমার কিছুই আমার 🎀বাবা 𒉰দেখে গেলেন না। আর এই ছবিটা ছাড়া আমার বাবার সঙ্গে কোনো ছবি নেই’।
তিনি আরো বলেন, ‘কতকিছুই হয় জীবন বড় অদ্ভুত, এখন আমার জীবনটাই ছবি, কিন্তু সেই ছবির মধ্যে আমার বাবার ছবিটা কোথাও নেই। একসঙ্গে সব কিছু ঠ𝐆িক দিতে যে ঈশ্বর এর কোথায় অসুবিধে আজও বুঝলাম না ’।