সাদা শার্টের সঙ্গে নীল চেক টিউনিট, স্কুলের সহপাঠীদের সঙ্গে বসে রয়েছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। পিছনের সারিতে রয়েছেন স্কুলেই দুই দিদিমণিও। পুরনো অ্যালবাম থেক🥃ে স্কুল জীবনের ছবি পোস্ট করেছেন অপরাজিতা। এক ঝটকায় ফিরে গিয়েছিলেন ছোটবেলায়।
স্কুলের ছবি পোস্ট করে অপরাজিতা ঘোষ দ𓄧াস অনুরাগীদের উদ্দশ্যে লিখেছেন, ‘যদি পারেন, আমাকে খুজে বের করুন…’। পুরনো ছবি থেকে অপরাজিতাকে খুঁজে বের করা মোটেও সহজ ছিল না। তবুও তাঁর কিছু অনুরাগীর জন্য এই বিষয়টা মোটেও কঠিন হয়নি। উত্তরে একজন লিখেছেনস, ‘প্রথম সারিতে এক্কেবারে বাঁদিকে।’ একজন লিখেছেন, ‘একদম বাঁদিকের প্রথমেই, কিন্তু কোন স্কুল?’ কারোর কথায়, 'হলুদ শাড়ির নিচে বসে একদম প্রথম হাসি মুখ'। এমনই অনেকেই অপরাজিতার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। কেউ কেউ অবশ্য ভুল উত্তরেও দিয়েছেন, একজন লিখেছেন, ‘ওই যে মুখে হাত দিয়ে হাসছেন!’ যদিও যিনি ডানদিকে নিচের সারিতে বসে মুখে হাত দিয়ে হাসছেন, তিনি কিন্তু অপরাজিতা নন। তবে অপরাজিতা কোন স্কুলে পড়তেন, সেই উত্তর মেলেনি।
আরও পড়ুন-অবিকল সেই মুখ, সেই হাসি! নেট দুনিয়ায় ভাইরাল নকল 🔯অরিজিৎ-এর ভিডিয়ো…
জানা যায়, অষ্টম কিংবা নবম শ্রেণিতে পড়ার সময় স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়েইএই ছবিটি তোলা হয়েছিল। প্রসঙ্গত, ছোটপর্দার জন্যই বেশ পরিচিত মুখ অপরাজিতা ঘোষ দাস। বহুদিন ধরেই অভিনয় দুনিয়ায় রয়েছেন তিনি। তবে বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি, ২০০৪ সালে অঞ্জন দাসের 'শ্রীকান্ত' ছবির হাত ধরে বলিউডে ডেবিউ হয় অপরাজিতার। তারপর বেশকিছু ছবিতে অভিনয় করেছেন🎃। তবে টেলি পর্দাতেই বেশি জনপ্রিয় তিনি। 'এখানে আকাশ নীল' ধারাবাহিকে হিয়ার চরিত্রে বেশ জনপ্রিয় হয়েছিলেন। ব্যক্তিগত জীবনে নামী অভিনেতা হৃত্বিক চক্রবর্তীর স্ত্রী তিনি। ২০১১তে বিয়ে করেন তাঁরা। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছ🍷ে।