মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। রীতি মেনে মায়ের প্রথম বছরের পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করলেন অভিনেত্রী চৈতি ঘোষাল। ফেসবুকের পাতায় অভিনেত্রী উজাড় করলেন ন🔜িজের 🐓মনের কথা। চৈতি এবং মিতালী দুই বোন। দুজনেই মায়ের খুব কাছের ছিলেন। মাকে হারিয়ে শোকাহত অভিনেত্রী সামাজিক মাধ্যমের দেওয়ালে বেশ কিছু ছবি শেয়ার করেছেন।
বাড়ির মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে ছবিতে মালা দিয়ে সাজিয়েছেন। সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এক বছর তুমি নেই.. মা.. তোমার হলুদ সাদা গোলাপ আর রজনীগন্ধার মাঝে তুমি.. পাশে বাবা.. পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হল.. মানব-বন্ধন চিরকাল থাকবে.. জানো মা সবাই তোমার শাড়ি পরেছিল আজ.. তোমার পছন্দের খাবার রান্না হয়েছিল.. তুমি দেখছ.. কিন্তু ডাকঘরের অমꦇলের মতো আমার নবীন চোখ তো নেই তাই শুধু ভিতরে কম্পন অনুভব করছি.. আমার গোলাপ.. রবীন্দ্রনাথের নাইকা তুমি রয়ে গেলে.. আমার প্রতিটি চেতনায়.. আমার মা।’
এ দিন মায়ের ছবির পাশে বাবার ছবিও মালা দিয়ে সাজিয়ে রেখেছিলেন অভিনেত্রী। বাবা-মাকে হারানোর যন্ত্রনায় কাতর চৈতি। বাবা শ্যামল ঘোষালই অভিনেত্রীর অভিনয় জগতের অনুপ্রেরণা। বাব𝔍াকে দেখেই একসময় অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন চৈতি। মা-বাবার জায়গা যে কেউ নিয়ে পারে না। তাইতো অভিনেত্রীর কথায়, ‘মানব-বন্ধন চিরকাল থাকবে..।’