কান চলচ্চিত্র উৎসব মা🗹নেই ফ্যাশন আর গ্ল্যামারের ছটা। সারা বিশ্বের চলচ্চিত্র দুনিয়ার নামীদামী তারকারা প্রতি বছর ভিড় জমান ফ্রেঞ্চ রিভারার তীরে। এ বছরও কানের মঞ্চে দ্যুতি ছড়িয়ে💛ছেন ভারতীয় সুন্দরীরা। ঐশ্বর্য রাই, অদিতি রাও হায়দারি থেকে ফ্যাশন ইনফ্লুয়েন্সার ন্যান্সি ত্যাগীকে নিয়ে চর্চার শেষ নেই। কানের শেষলগ্নে আলোচনায় প্রীতি জিন্টা।
১৭ বছর পর কান চলচ্চিত্র উৎসবে পা দিলেন বলিউডের ডিম্পল গার্ল। বুধবার ফ্রেঞ্চ রিভিয়েরার উদ্দেশে রওনা দেন অভিনেত্রী। এখনও কানের রেড কার্পেটে হাঁটেননি, তব❀ে কান থেকে প্রীতির প্রথম লুক ইতিমধ্যেই সামনে এস🐲েছে।
প্রীতির প্রথম উপস্থিতি শুক্রবার
সোশ্যাল মিডিয়ায় রেড কার্পেটে হাঁটার জন্য প্রীতির প্রস্তুতির একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। বুমেরাং ভিডিয়োয় পিঠখোলা শিমারি সাদা🐓 মারমেড গাউনে ধরা দিয়েছেন প্রীতি। মুক্তোর কানের দুল, মানানসই মেকআপে ফ্রেঞ্চ রিভারার 𓃲পারে পোজ দিলেন প্রীতি।