💟 স্লিম থাকতে ডায়েট, এতো অভিনয় জগতের মানুষদের নিত্যদিনের কথা। কমবেশি বেশিরভাগ তারকাই ওজন ঠিক রাখতে ডায়েট মেনে চলেন। তবে ডায়েট করতে হলে অবশ্যই চিকিৎসক কিংবা পুষ্টিবিদদের পরামর্শ মেনেই চলা উচিত। কারণ, অতিরিক্ত ডায়েটের পরিণাম কিন্তু ভয়ানক হতে পারে। ঠিক যেমনটা ঘটেছে অভিনেত্রী পূজারিণী ঘোষের সঙ্গে।
কিন্তু কী হয়েছে পূজারিণীর?
🤡অতিরিক্ত ডায়েট করে পূজারিনী এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। অভিনেত্রীর ঘনিষ্ঠসূত্রে খবর, ডায়েট ও স্ট্রেসের কারণে আচমকাই পূজারিণীর রক্তচাপ মারাত্মক হারে কমে হয় ৬০/৪০। তিনি একাধিকবার অজ্ঞান হয়ে যান। আর তাই তড়িঘড়ি শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পূজারিণীকে। পরে অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় ICU-তে। তবে হাসপাতাল সূত্রে খবর আগে থেকে অনেকটাই ভালো আছেন তিনি।
൲বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত নাম হলেন পূজারিণী ঘোষ। একাধিক বাংলা ধারাবাহিক, ছবি, ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন বলিউডেও। অভয় দেওলের বিপরীতে 'জে এল ফিফটি'তে অভিনয় করেছেন। অভিরূপ ঘোষের ওয়েব সিরিজ ‘ওঝা’তে দেখা গিয়েছিল তাঁকে। 'আশমানি ভোর', 'অন্য রূপকথা' নামে ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল। গত বছর প্রসূন গায়েনের 'কৈফিয়ৎ' নামে ছবিতে এক মুসলিম মহিলার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
🎃এর আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পূজারিণী জানিয়েছিলেন, ‘কাজের খিদে অবশ্যই আছে। তবে শুধুমাত্র খবরে থাকার জন্য আমি অভিনয় করতে রাজি নই। যে কাজ আমায় তৃপ্তি দেবে না, তেমন চরিত্রে আমি কাজ করব না।’ আর তাই নিজের পছন্দ হলে তবেই তিনি সেই চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।
𒀰তবে অভিনেত্রীর আচমকা অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। তিনি দ্রুত সুস্থ বাড়ি ফিরুন সেটাই প্রার্থনা করছেন সকলে।