গতমাসেই সায়নদীপ সরকারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন। আর চলতি মাসেই মা হওয়ার সুখবর শুনিয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। আর তাই তাঁকে নিয়েই যে আলোচনা হবে সেটাই স্বাভাবিক নয় কি! আর হচ্ছেও তাই। তবে সে যাই হোক, বিয়েটা কিন্তু বেশ রাজকীয় ভাবেই করেছিলেন সায়নদীপ-রূপসা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এই নব-দম্পতির বিয়ের মজাদার একটা ভ𒉰িডিয়ো…
ভিডিয়োতে দেখা যাচ্ছে ময়ূরপঙ্খীতে চড়ে বিয়ে করতে আসছেন কনে। অর্থাৎ বলাভালো নিজের বিয়ের আসলে ধামাকাদার এন্ট্রি ছিল রূপসার। আর ব♛উ যখন আসরে ঢকছেন, বর সায়নদীপকে তখন দেখা গেল বিয়ের আসরেই জমিয়ে নাচতে। ঠাকুরপুকুরের এস কে গার্ডেনে বসেছিল সায়নদীপ-রূপসার বিয়ের আসর। প্রথমে এই নাটকীয় বিয়ের অনুষ্ঠানের পর্বটি গার্ডেনে হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য সমস্ত অনুষ্ঠান ভিতরেই করতে হয়। এই বিয়েবাড়িতে হাজির ছিলেন টলিপাড়ার বহু তারকা ব্যক্তিত্ব।
আর এই ভিডিয়োতে উঠে এসেছে সায়নদীপ-রূপসা বিয়ের মেনু। সেটাই ছিল বিয়ের আরও একটা আকর্ষণ। প্রায় ১০০টি পদ ছিল সেখানে। বাঙালি, চাইনিজ, ইতালিয়🌌ান, তিন ধরন🌼ের খাবার ছিল সেখানে। কিন্তু কী কী ছিল মেনুতে?
আরও পড়ুন-'আমার বাড়িকে কখনও কার্তিক পড়েনি', হুগলিতে গিয়ে প্রকশ্যেই আক্ষেপ TM♕C-র তারকা সাংসদ রচনার
আরও পড়ুন-সিনেমার প্রশ্নে হোঁচট খেলেন রাজনীতিবিদ, তবে রাজন🦄ৈতিক প্রশ্নে ১০০য় ১০০ অজয়-অক্ষয়
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভেজ স্টার্টারে ছিল পনির থেকে বেবিকর্ন সহ আরও বেশকিছু। ননভেজে ছিল চিকেন উইংস আর গন্ধরাজ চিকেন স্টিক। এরপর মেইন কোর্সের চাইনিজ আইটেমে ছিল ভেজ রাইস, মিক্সড নুডুলস, চিলি চিকেন, ཧ চিলি ফিস। পানীয়র মধ্যে ছিল বিভিন্ন মকটেল। ছিল পাপড়ি চার্ট, ফুচকা, দই বড়া, ছিল রেড শস পাস্তা, হোয়াইট শস পাস্তা। এরপর মেইন কোর্সের পালা, সেখানে ছিল কড়াইশুটির কচুরি, আলুরদম, পনির, ছিল জিরা রাইস, গলদা চিংড়ি, চিকেন কষা, বাসন্তী পোলাও, মটন কষা। মিষ্টির তালিকায় ছিল হট গুলাবজামুন, মাখা সন্দেশ, হট মিহিদানা জিলিপি রাবড়ি, কেসর আইসক্রিম।
এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্ꦺযমে মা-বাবা হতে চলার সুখবর শুনিয়েছেন রূপসা-সায়নদীপ। চিলড্রেনস ডে-তে এই খবর সামনে আনেন তারকা দম্পতি। আর সেই খবরের নিচেও নানান 🧜মন্তব্য করতে ছাড়েননি নেটিজেনরা। যার মধ্যে এক ব্যক্তি লেখেন, 'এই জন্যই ডিসেম্বর থেকে বিয়ের দিন সরিয়ে অক্টোবরে করা।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এখনও সমাজে সোশ্যাল বিয়ের আগে মা হওয়াটা একটা বিরাট ইস্যু অনেকের কাছেই। বাহ! বুদ্ধি আছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'শুভেচ্ছা নেবেন। ভালো থাকবেন তিনজনেই।'