বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। কয়েকদিন আগেই গিয়েছে ১লা বৈশাখ। আর এবার অক্ষয় তৃতীয়া। প্রতিবছরই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই শুভদিনে বহু বাড়িতে ও দোকানে দ🔜েবী লক্ষ্মী ও কুবেরের পুজো করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া বা 'আখা তিজ' এর বিশেষ দিনে বহু শুভ কাজ করা হয়। শাস্ত্রমতে বলা হয়, এই দিনে যা কিছু হয় তা অক্ষত বা অটুট থাকে। ‘অক্ষয়’ শব্দের অর্থ হল যার কোনও ক্ষয় নেই।
আর তাই এই শুভদিনেই নিজেদের নতুন কেনা ফ্ল্যাটে পুজো করলেন অভিনেত্রী শ্রুতি দাস। সাজানো গোছানো ফ্ল্যাটে রাখা রয়েছে সাদা রঙের সুন্দর একটা সিংহাসন। 'ওঁ' লেখা সেই সিংহাসনে রাখা রয়েছে বিভিন্নꩵ ঠাকুরের মূর্তি। রয়েছেন জগন্নাথ, বলরাম, শুভদ্রা, লোকনাথ বাবা, পেতলের গোপাল, কালী সহ আরও বেশকিছু ঠাকুর। সেখানেই পেতলের ঘটে নারকেল ও আম্রপল্লব রেখে পুজো করতে দেখা গিয়েছে শ্রুতিকে। সেই ঘটে আঁকা হয়েছে লাল স্বস্তিক চিহ্ন। ধূপ-ধুনো জ্বালিয়ে ফল-মিষ্টি রেখে পুজো করা হয়েছে। এদিন নীল-রানি রঙের শাড়ি আর সাদা ব্লাউজে সাজতে দেখা গিয়েছে শ্রুতিকে। বাড়িতে অক্ষয় তৃতীয়ার একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।