হিন্দি ছবির ইতিহাসে বেশ কয়ে💯কটি কালজয়ী ছবির স্রষ্টা হিসেবে নাম রয়ে গেছে রাজ কাপুরের। এই তালিকায় নাম নেওয়া যায় 'আওয়ারা, 'সঙ্গম, 'শ্রী ৪২০', 'ববি', 'সত্যম শিবম সুন্দরম'-এর মত সব ছবির। রয়েছে আরও। তবে 'মেরা নাম জোকার' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর বলিপ๊াড়া প্রায় ছুড়ে ফেলে দিয়েছিল এই কিংবদন্তি অভিনেতা-পরিচালককে!
রাজ কাপুরের কাছে স্বপ🍒্নের প্রোজেক্ট ছিল 'মেরা নাম জোকার'। স্বয়ং রাজও ভাবতে পারেননি বক্স অফিসে সশব্দে মুখ থুবড়ে পড়তে পারে এই বিগ বাজেটের ছবি। কিন্তু আদতে তাই হয়েছিল। আর তা হওয়ামাত্রই রাজ্যের বিশ্বাসযোগ্যতা ও জনপ্রিয়তা নিয়ে রীতিমতো উঠে গেছিল প্রশ্ন। সিনেমার ডিস্ট্রিবিউটরের দোল পর্যন্ত এই কিংবদন্তি ব্যক্তিত্বকে আড়ালে 'পাগল' বলতেও ছাড়েননি। এই প্রসঙ্গে ২০১৮ সালে ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ-꧃কন্যা রিমা জৈন জানিয়েছিলেন 'মেরা নাম জোকার' তৈরির সুবাদে নিজের সম্পত্তি, ঘরের নানান দামি জিনিসপত্রের সঙ্গে নিজের 'সম্মান'-কেও দাঁওয়ে লাগিয়েছিলেন তাঁর বাবা।
সেই ছবি ফ্লপ হওয়াতে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন রাজ কাপুর। তবে আশা ছাড়েননি। নিজের ওপর অগা🌳ধ আস্থা ছিল তাঁর। তাইতো 'ববি' ছবি পরিচালনার মাধ্যমে ওরকম ঐতিহাসিক কামব্যাক করতে পেরেছিলেন তিনি। বিখ্যাত কমিক্স 'আর্চি'-র অনুকরণে তৈরি হওয়া এই ছবিতে বুঁদ হয়েছিল আসমুদ্রহিমাচল দর্শক।সদর্পে ফের একবার নিজের হারানো রাজ্যপাট ফিরে পেয়েছিলেন রাজ।