রবিবার দুপুরেই শেষ নিঃশ্বাস পড়ে গিয়েছে ঐন🌞্দ্রিলার। শেষ বারের মতো সব লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ত🦹িনি। রবিবারই পরিবার, প্রিয়জন, অনুরাগীদের কাছ থেকে চিরকালের মতো বিদায় নিয়েছেন ২৪ বছরের অভিনেত্রী। এদিনই সন্ধ্যায় সম্পূর্ণ হল তাঁর শেষকাজও। কেওড়াতলায় পরিবার, প্রিয়জনদের সামনেই অমৃতলোকের পথে যাত্রা করলেন তিনি।
রবিবার দুপুরেই খবর আসে আবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। আর সে♋টিই কেড়ে নিয়ে তাঁ𓃲র প্রাণ। এর আগে দীর্ঘ ২০ দিন ধরে কোমায় ছিলেন অভিনেত্রী। বারবার আশার আলো দেখা দিয়েছে। অনেকেই ভেবেছেন, শেষ পর্যন্ত ঠিক ফিরে আসবেন, যেভাবে ফিরে এসেছিলেন এর আগেও। কিন্তু এবার আর তা হল না। শেষ বারের মতোই লড়াই ছেড়ে বেরিয়ে গেলেন ঐন্দ্রিলা।
দু’বার ক্যানসারকে হার মানিয়েছেন, তৃতীয় বার ক্যানসার, তার সঙ্গে মস্তিষ্কে রক্তক্ষরণ আর হার্ট অ্💃যাটাক— সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল। তবুও চিকিৎসকরা হাল ছাড়েননি। হাল ছাড়েননি পরিবারের মানুষও। পাশে ছিলেন সব্যসাচীও। বার বার মনে হয়েছে, এবারেও ঠিক ফিরে আসবেন অভিনেত্রী। কিন্তু শেষরক্ষা হয়নি। আর ফিরে আসলেন না তিনি।
রবিবার বিকেলেই তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাড়িতে আর টেকনিশিয়ান স্টুডিয়োয়। সেখান থেকে কেওড়াতলায় নি🌄য়ে যাওয়া হয় তাঁকে। সেখানে অনুরাগী বা সংবাদমাধ্যমের কোনও প্রতিনিধিকে ঢুকতে দেওয়া হয়নি। শুধু ছিলেন পরিবারের সদস্য আর মন্ত্রীরা। রাত পৌনে ৮টা নাগাদ সম্পূর্ণ হয় শেষকৃত্য। এর♔ পরে ঐন্দ্রিলার অস্থি বিসর্জন করা হয়। চোখের জলে তাঁকে বিদায় জানান সকলে।