ডিভোর্স চর্চা! সে গুড়ে বালি। বিয়ের ১৮ বছর পর স্ত্রী ও মেয়েকে নিয়ে সুখেই আছেন🐈 অভিষেক বচ্চন। আর ২০ এপ্রিল বিবাহবার্ষীকেতে বর ও মেয়ের সঙ্গে এক ফ্রেমে বন্দী হয়ে ছবি দিলে💫ন খোদ ঐশ্বর্য রাই বচ্চন। আর তাতেই বেজায় খুশি অনুরাগীরা।
হ্য়াঁ, ঠিকই শুনছেন বিয়ের ১৮তম জন্মদিনে অভিষেক-আরাধ্যার সঙ্গে ফ্রেমবন্দী নিজের ছবিতে হার্ট ইমোজিও জুড়ে দিয়েছেন ঐশ্বর্য। যে পোস্ট 𓄧প্রায় আড়াই লক্ষ মানুষ লাইক করেছেন। আর পোস্টের নিচে নেটিজেনদের নানা ধরনের মন্তব্য উঠে এসেছে।
একফ্রেমে অভিষেক-ঐশ্বর্য ও আরাধ্যা
২০০৭ সালের ২০ এপ্রিল রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাতপাকে বাঁধা পড়েছিলেন ঐশ্বর্য রাই ও অভিষেক ব🐎চ্চন। দেখতে দেখতে সেই বিয়ের পর ১৮ বছর পার হয়ে গিয়েছে। যদিও গত একবছর ধরে অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স চর্চা ছিল তুঙ্গে। যদিও অতি সম্প্রতি সেই চর্চায় জল ঢেলে আগেই একসঙ্গে ধরা দিয়েছেন এই দম্পতি। আর এবার ১৮ তম বিবাহবার্ষিকীতে বর ও মেয়ের সঙ্গে নিজেই একফ্রেমে বন্দি হয়ে ছবি দিলেন রাই। সঙ্গে জুড়েছেন হার্ট ইমোজি। রাই সুন্দরীর এই পোস্টে প্রিয়াঙ্কা চোপড়া সহ আরও অনেকেই লাইক করেছেন। ꧋খুশি অনুরাগীরাও।
একজন নেটিজেন লিখেছেন, ‘অবশেষে সব ঠিক হয়ে গেলো, পরিবারের চেয়ে কিছুই গুরুত্বপূর্ণ নয়।’ এর উত্তরে আরও একজন একজন লিখেছেন, ‘সব ঠিকই ছিল ভাই।’ কারোর মন্তব্য, ‘ওদের পুনর্মিলনে আমার কেন এত আনন্দ হচ্ছে?’ আরেকজন লিখেছেন, ‘দেখুন, এবার এক্কেবারে কনফার্ম হয়ে গেলো যে ডিভোর্স হচ্ছে না।’ কারোℱর কৌতুহল, ‘তিনি কে যিনি তাঁদের ডিভোর্সের খবর ছড়িয়ে দিচ্ছিলেন? জানতে চাই।’
কারোর কথায়, ‘তিনজনের একসঙ্গে ছবি পোস্ট করার জন্য ধন্যবাদ। সমস্ত বিবাহিত দম্পতিদেরও আপনাদের কাছ থেকে শিখতে হবে। যাই হোক না কেন, এক দম্পতিকে সব উত্থান-পতনে একসঙ্গেই থাকতে হয়।’ তবে এসবের মাঝেও কিছু লোকজন ঐশ্বর্যার চোখে তাঁরা ব্যথা দেখছেন এবং এটাকে শুধুই মেয়ে💜র জন্য আপোষ বলে মনে করছেন।'
ঠিক কী শোনা গিয়েছিল?
২০২৪ সালে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে বিচ্ছেদ চর্চা ছিল তুঙ্গে। সেসময় ঐশ্বর্য বহু অনুষ্ঠানে শুধুমাত্র আরাধ্যার সঙ্গেই উপস্থিত হতেন, অন্যদিকে বচ্চন পরিবার ও অভিষেক সেখানে পৌঁছতেন আলাদা ভাবে। এসবের মাজে গুঞ্জন শুরু হয় যে অভিষেক ও দশমী অভিনেত্রী নিমরত কৌরের প্রেম করছেন। তবে ২০২৪ সা🎐লের শেষের দিকে ঐশ্বর্যা ও অভিষে🐲ক আবারও একসঙ্গে দেখা যেতে থাকে। আর এবার ঐশ্বর্যর পোস্ট মানুষের সব জল্পনায় জল ঢালল।