ভূতের গল্প শুনতে কি ভালোবাসেন আপনি? শুনলেই কেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে তাই না! অনেকে আছেনꦦ, ভূত বিশ্বাস করেন না, কিন্তু ভূতের গল্প শুনতে খুব ভালোবাসে। আবার ক🌼েউকেউ মনেপ্রাণে বিশ্বাস করে ভূত-ভগবানে। কোন দলে পড়েন বলিউডের খ্যাতনামা অভিনেতা অজয় দেবগন?
অজয় দেবগনের শিবভক্তি নিয়ে নতুন কিছু বলার নেই। 'শিবায়' এবং 'ভোলা'-র ম📖তো চলচ্চিত্র পরিচালনা করেছেন। তবে কাজলের স্বামী শিকার করেছেন যে, তিনি অতিপ্রাকৃত অভিজ্ঞতা পেয়েছেন।
অভিনেতা বৃহস্পতিবার মিডি💯য়ার সঙ্গে কথা বলার সময় ভাগ করে নেন যে, তাঁর কেরিয়ারের প্রাথমিক ১০-১২ বছরে তিনি বেশকিছু অতিপ্রাকৃত ঘটনার অভিজ্ঞতা অ♊র্জন করেছিলেন। যদিও সেইসব নিয়ে বিস্তারিত বলেননি তিনি।
অজয়ের কথায়, ‘আমার কেরিয়ারের প্রথম ১০-১২ বছর যখন আমরা বাই⛦রে শুটিং করতাম, আমি অতিপ্রাকৃত ঘটনার অভিজ্ঞতা পেয়েছি। সেই অভিজ্ঞতাগুলি কী ছিল, আমি সে সম্পর্কে যাব না, তবে সেগুলি বেশ অস্বস্তিকর ছিল, তা অবশ্যই বলব।
সঙ্গে ‘হরর জোনার’-এর উপর নিজের ভালোলাগাও জাহির করে নেন তিনি। জানান, এটি একটি সার্বজনীন ধারা। সঙ্গে সব ধর্ম✃েই কালো জাদু আছে বলেই উল্লেখ করেন তিনি।
নিজের বক্তব্য অজয় যোগ করেন, ‘আমার হরর জনারটি খুব ভালো লাগে। পৃথিবীর সব প্রান্তের মানꦗুষই এটার সঙ্গে সংযোগস্থাপন করতে পারে। সব ধর্মেই কিন্তু কালো জাদু রয়েছে।’
আপাতত অজয় ব্যস্ত তাঁর ‘শয়তান’ ছবির মুক্তির। য♊াতে রয়েছেন আর মাধবন ও দক্ষিণের অভিনেত্রী জ্যোতিকা। ৮ মার্চ ছবিটি সিনেমা হলে আসার কথা রয়েছে।
শয়তানের ট্রেলার:
পরিচালক বিকাশ বহেলের শয়তান ছব⛦ির ট্রেলার প্রকাশ্যে এসেছিল বৃহস্পতিবারে। কালো জাদু, বশীকরণের মতো বিষয় দেখানো হয়েছে শয়তান ছবির ট্রেলারে। দেখা গিয়েছে অজয় ও জ্যোতিকার মেয়েকে বশীকরণ করেছে আর মাধবন। ফোনে চার্জ দেওয়ার নাম করে সে প্রবেশ করে বাড়িতে। আর তারপর বশ করে নেয় তাদের একমাত্র মেয়েকে। যার ফলে সেই মেয়েটি নিজের মা-বাবাকে পর্যন্ত খুন করতে দ্বিধা করে না। মাধবন জানায়, সে বশীকরণ করেছে তাদের মেয়েকে। এবং নিয়ে চলে যেতে চায়। তবে সেটাও অজয় ও জ্যোতিকার আশীর্বাদ নিয়ে। বেশ শিহরণ জাগানো অভিজ্ঞতা দেবে শয়তান, তা ট্রেলার দেখেই স্পষ্ট। গুজরাটি সিনেমা ‘ভাশ’-এর হিন্দি রিমেক এটি।