দিওয়ালিতে মুক্তি পেয়েছে রোহিত শেট্টির ‘সিংঘম এগেইন’। যেখানে আরও একবার মার কাটারি অবতারে ধরা দিয়েছেন অজয় দেবগন। অজয়কে ছাড়া 'সিংঘম' অবশ্য ভাবাই যায় না। যদিও বলিপাড়ায় 'অ্যাংরি ইয়ং ম্যান' হিসাব♏েই পরিচিতি রয়েছে অজয়ের। এমনকি মারামারি করার বদনামও রয়েছে অভিনেতার। সম্প্রতি নিজের সেই বদোভ্যাস নিয়েই অকপটে কথা বলেছেন অজয়।
হ্য়াঁ, ঠিকই শুনছেন। এমনটাই বলেছেন অজয়। কিন্তু ঠিক কী বলেছেন♊ 🐬অজয়?
অজয় দেবগন বলেন, ‘আমি আগে মারামারি করতে হকি স্টিকও ব্যবহার করেছি। কত লোককেই না পিটিয়েছি ’ তাঁর কথা প্রসঙ্গে রোহিত শেট্টি বলেন, ‘হ্যাঁ, অজয়ের গাড়িতে হকি স্টিক রাখা থাকত।’ অজয় বলেন, ‘তবে এখন আ♌মি নিজেকে বদলে ফেলেছি। এখন অনেক শান্ত। এখন মনে হয়, ঝগড়া-মারপিট, এসব শুধুই সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। বেকার কেউ আঘাত পাবেন, তা নিয়ে সমস্যা হবে। তাই আমি এখন ঝগড়া এড়িয়েই চলি। তবে আমায় রাগাবেন না…।’ তবে অজয়ের কথায়, বর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে তিনি ওই পুরুষালি বিষয়টির অভাব রয়েছে বলেই মনে করেন।
'গোলমাল'অভিনেতার কথায়, ‘আজকালকার অভিনেতাদের মারপিটের দৃশ্যগুলি দেখে ঠিক বিশ্বাসযোগ্যও মনে হয় না। মনে হয় কোথাও কিছুর একটা অভাব রয়েছে। ঘাটতি রয়েছে। ঠিক জমছে না। আসলে আজকাল অভিনেতাদের মধ্যে পুরুষালি বিষয়টির বড়ই অভাব। ঠিক যেমনটা ছিল অমিতাভ বচ্চন, জ্যাকি꧋ শ্রফদের মধ্যে।’
সাক্ষাৎকারে অজয়ের সঙ্গে সহমত হন পরিচালক রোহিত শেট্টি। তিনি বলেন, অজয়, অক্ষয় কুমারদের ফাইট সিন অনেক বেশি দর্শকদের ক⛦াছে বিশ্বাসযোগ্য ছিল। এমনকি সানি দেওয়াল হ্যান্ড পাম্প তুলে নিলেও দর্শক সেটা বিশ্বাস করে, উপভোগ করে। তবে বর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে সেই বিশ্বাসযোগ্যতা নেই, অ💎্যাংরি ইয়ং ম্যান বিষয়টাই নেই।
প্রসঙ্গত, 'সিং♌হাম এগেইন'-এ অজয় দেবগন ছাড়াও অক্ষয় কুমার, রণবীর সিং, টা♛ইগার শ্রফ, কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর এবং জ্যাকি শ্রফ প্রধান চরিত্রে অভিনয় করেছেন।