অজয় দেবগন তাঁর নতুন ছবি নিয়ে শীঘ্রই আসতে চলেছেন। এই বছর ইদে মুক্তি পে♋তে চলেছে তাঁর নতুন ছবি ময়দান। এই ছবিতে তিনি বিখ্যাত ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের চরিত্রে ধরা দেবেন। এবার প্রকাশ্যে এল এই ছবির টিজার। আর সেখানেই উঠে এল ভারতীয় ফুটবলের স্বর্ণ যুগের খণ্ডচিত্র। অজয় দেবগনকে রাস্তায় কিছু শিশুদের সঙ্গে ফুটবল খেলতে দেখা যায়। তাঁর কী প্রভাব পড়ে সেই শিশুদে꧙র উপর সেটাও ফুটে ওঠে। আগামী ৭ মার্চ মুক্তি পাবে এই ছবির ট্রেলার। তার আগে এই টিজার যে ছবিটি নিয়ে প্রত্যাশা কয়েক গুণ বাড়িয়ে দিল সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: দা🐟দার জন্মদিনে ভরপুর দুষ্টুমি অর্জুনের, গৌরবের জন্য কেন লিখলেন, 'শয়তানির সঙ্গীকে...'
প্রকাশ্যে ময়দান ছবির টিজার
এদিন অজয় দেবগন নিজেই তাঁর ছবি ময়দানের টিজার প্রকাশ্꧒যে আনেন। তিনি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'চলে এসো ময়দানে। আমরা প্রস্তুত ভারতীয় ফুটবলের সেরা সময়টাকে তুলে ধরতে।'
আরও পড়ুন: ব্রেকআপের ঠিক পরই ‘এক থা টাইগার’ করতে গিয়ে অস্বস্তিতে পড়েন ক্যাটরিনা -ജ ဣসলমন! এতদিন পর ফাঁস সত্য
এর আগে গত মঙ্গলবার ৫ মার্চ অভিনেতা তাঁর ছবি থে✤কে একটি পোস্টার পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেটা শে🎀য়ার করে তিনি লেখেন, '
একজন অসাধারণ মানুষের গল্প, তাঁর দল, টিম এবং দেশের হয়ে খেলা যা ভারতীয় ফুটবল💦ে একটি চিরকালীন ছাপ ফেলে রেখে গেছে।'
আরও পড়ুন: রাম চরণকে 'ইডলি' ডেকে বিপাকে শাহরুখ! অতীতে কবে কবে দক্ষিণ ভারতীয়দের নিয়ে ꧋বেফাঁস মন্তব্য করেছেন?
ময়দান প্রসঙ্গে
ময়দান ছবিতে অজয় দেবগন ছাড়াও রয়েছেন প্রিয়মণি, গজরাজ রাও, রুদ্রনীল ঘোষ, প্রমুখ। এই ছবিটি এবারের ইদে মুক্তি পাবে বড় পর্দায়। ফলে বুঝতেই পারছেন এটার সঙ্গে বক্স অফিসে টক্কর জমবে অক্ষয় কুমার এবং টাইগার♓ শ্রফের বড়ে মিয়া ছোটে মিয়া ছবিটির সঙ্গে।