বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা বর্তমানে লন্ডনে। আর এবার সেখানেই দেখা মিলল দম্পতির। একটি ভিডিয়োতে দেখা গেল বিরাটের কোলে চেপে রয়েছে ছোট্ট অকায় কোহলি। আর এꦅকটু দূরে অনুষ্কা শর্মা কিছু কেনাকাটা করছেন। এএনআই-এর তরফে শেয়ার হওয়া সেই ভিডিয়ো রꦑীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
ফেব্রুয়ারি মাসেই জন্ম 🔜হয় অনুষ্কা ও বিরাট কোহলির দ্বিতীয় সন্তান ছেলে অকায় কোহলির♕। লন্ডনেই জন্মায় এই খুদে। ফেব্রুিয়ারিতে মাসখানেক সেই দেশেই ছিলেন ভারতের ক্রিকেট তারকা। আইপিএলের আগে ফিরেছিলেন দেশে।
দ্বিতীয় প্রেগনেন্সি নিয়ে প্রথম থেকেই নীরাবতা পালন করেছিলেন এই দম্পতি। ২০২৩-এর বিশ্বকাপে একাধিক সময় বেবিবাম্প নিয়ে অনুষ্কাকে দেখা গিয়েছিল স্বামীর আশেপাশে। তবে কেউ দ্বিতীয় সন্তান আ꧃সা নিয়ে একটা শব্দও খরচ করেননি। এরপর সন্তানের জন্মের আগে গোপꦉনীয়তা রক্ষার খাতিরে লন্ডনে উড়ে গিয়েছিলেন বিরাট এবং অনুষ্কা। সেখানেই তাঁদের ছেলে অকায়ের জন্ম হয়েছে। সেই সময় ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ খেলেননি বিরাট। নিয়েছিলেন পিতৃত্বকালীন ছুটি।
ভামিকার ভাইয়ের জন্মের খবর শেয়ার করে এই দম্পতি একটি যৌথ বিবৃতিতে লিখেছিলেন, 'ভীষণ আনন্দ এবং খুশির সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ১৫ ফেব্রুয়ারি আমাদের ছেলে হয়েছে। মন ভরা খুশি নিয়ে জানাচ্ছি ভামিকার ভাই হয়েছে, নাম অকায়।' তিনি এদিন আরও লেখেন, ‘আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করছি আমাদের জীবনের এই দুর্দান্ত সময়ের জন্য। একই সঙ্গে চাইব আপনারা যেন আমাদের এই ব্যক্তিগত সময়টা সঠিক ভাব♎ে উপভোগ করতে দেবেন। গোপনীয়তা বজায় রাখতে দেবেন। ভালোবাসা এবং কৃতজ্ঞতা স্বীকারে বিরাট এবং অনুষ্কা।’
এই খবর শোনার পর থেকেই উৎসাহে টগবগিয়ে ফুটছিলেন বিরুষ্কা জুটির ভক্তরা। এমনকী, সেই𝐆 সময় এআই (AI)-এর সাহায্য নিয়ে বিরাট কোহলিকে কেমন দেখতে হতে পারে, এমন কিছু ছবিও তৈরি করে ফেলা হয়েছিল। এমনকী, জন্মের কয়েকঘণ্টার ভিতরে ১০.৪ লাখ টাকায় বিক্রি হয় অকায় কোহꦕলির নামের ডোমেন।
টি২৪ বিশ্বকাপ জিতে ভারতীয় টিম ফিরেছিল সোজা দিল্লিতে। সেখানে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। এরপর মুম্বইতে হয়েছিল একটি শোভাযাত্রা। এরপর দেখা যায়, সেই রাতেই ইংল্যান্ডে রওয়ানা হয়ে যায় বিরাট কোহলি। বিশ্রাম﷽ নিয়ে পরদিন যাত্রা করার কথা ভাবেনওনি। এক মুহূর্ত সময় নষ্ট করতে চাননি সবার আদরের ‘চিকু’। তড়িঘড়ি ছুটেছিলেন বউ আর দুই সন্তানের কাছে।