অযোধ্যা রাম মন্দির দর্শন করলেন রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আমꦦ্বানি। অযোধ্যা রাম মন্দিরে আকাশ আম্বানির পুজো দেওয়ার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গলায় গেরুয়া উত্তরীয় পরে মন্দিরের পুরোহিতের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে আম্বানি পুত্রকে।
সংবাদ সংস্থা ANI-এর মাধ্যমে 🎉সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি উঠে এসেছে। মন্দিরের পুরোহিতের হাতে গেরুয়া রঙের কাপড় তুলে দিতে দেখা দিয়েছেন আকাশ আম্বানিকে। সেই ছবিগুলি এক্স-হ্য়ান্ডেলে উঠে এসেছে। জানা যাচ্ছে চলতি IPL-এ মুম্বই ইনꦯ্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের আগে তিনি অযোধ্যার রাম মন্দিরে গিয়েছিলেন ।
পোস্টের ক্যাপশনে ANI-এর তরফে লেখা হয়েছে,'উত্তরপ্রদেশ: রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডে♉র চেয়ারম্যান আকাশ আম্বানি আজ লখনউতে মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে আইপিএল ম্যাচের আগে অযোধ্যার রাম মন্দিরে রামলালার দর্শন করেন। ছবিতে দেখা যাচ্ছে,ꦅ আকাশ লাইনে দাঁড়িয়ে রামলালাকে শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছেন। তাঁর পরনে গোলাপি টি-শার্ট ও গেরুয়া রঙের উত্তরীয় ঝোলানো।
৩০ এপ্রিল এই🎀 ছব﷽িগুলি শেয়ার করা হয়। পোস্টটি ১০০০ জনেরও এরও বেশি জ পছন্দ করেছেন। ১৩ হাজারেরও এরও বেশি ভিউ পেয়েছে।
প্রসঙ্গত চলতি মাসের শুরুতে মুকেশ আম্বানি, আকাশ আম্বানি এবং তাঁর স্ত্রী শ্লোকা মেহতা মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়েছিলেন। আকাশ ও শ্লোকের বড় ছেলে পৃথ্বীও বাবা-মায়ের𝓀 সঙ্গে মন্দিরে গিয়েছিলেন। সেদিন রিলায়েন্♕স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি সাদা কুর্তা ও পাজামা পরেছিলেন। আর আকাশ আম্বানি একটা সবুজ টি-শার্ট পরেছিলেন, আর শ্লোকা পরেছিলেন কুর্তা। উল্লেখযোগ্য আম্বানিদের প্রায়শই সিদ্ধিবিনায়ক মন্দিরে যেতে দেখা যায়। গত বছর নভেম্বরে নীতা আম্বানির জন্মদিনেও তাঁদের গোটা মন্দিরে পুজো দিতে গিয়েছিল।
এদিকে গত মাসে গুজরাটের জামনগরে ছোট ছেলে আনন্দ আম্বানি ও⛄ বাগদত্তা রাধিকা মার্চেন্টের জন্য প্রি-ওয়েডিং সেলিব্রেশনের আয়োজন করেছিলেন মুকেশ ও নীতা আম্বানি। তিন দিনের এই অনুষ্ঠানে গোটা বিশ্বের আইটি টাইকুন, ব্যবসায়ী, বলিউড সেলিব্রিটি এবং অন্যান্য আন্তর্জাতিক ভিআইপিরা উপস্থিত ছিলেন।