আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হলেন অক্ষয় কুমার। বলিউডের একাধিক অভিনেতা বিবেক ওবেরয়, গ্র্যামি বিজয়ী শঙ্কর মহাদেবন সহ আরও অনেকে এ দিন হাজির ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। বুধবার সকাল ৮টা থেকে আবু ধাবির প্র𒀰থম হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে পারেননি অক্ষয়। তবে মুসলিম দেশের প্রথম হিন্দু মন্দির উদ্বোধ𒊎নী অনুষ্ঠান মিস করেননি তিনি।
২৭ একর জমিতে অবস্থিত মন্দিরটি নির্মাণে খরচ পড়েছে ৭০০ কোটি টাকা। দুবাই-আবু ধাবি শেখ জায়েদ হাইওয়ের কাছে আল রভাতে আবু মুরিখা অঞ্চলে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। ২০১৯ সালে এর ভিত্তিপ্রস্থর স্থাপন হয়। আবু ধাবিতে হিন্দু মন্দিরের উদ্বোধনের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘আবুধাবিতে BAPS স্বামীনারায়ণ মন্দিরের উদ্বোধনের অংশ হতে পেরে ধন্য। ইতিহাসের সাক্ষী থাকলাম!’ আরও পড়ুন: জেমস বন🎐্ডের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন🎃! নিজের গায়ের রং নিয়ে এ কী বলে বসলেন SRK
অনুষ্ঠানে হালকা কুর্তা পরে উপস্থিত হয়েছিলেন অক্ষয়। সংবাদ সংস্থা ANI-এর এক্স হ্যান্ডেল থেকে ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানেই সংযুক্ত আরব আমিরশাহির BPS হিন্দু মন্দিরের উদ্বোধনে হাজির হতে দেখা যায় অক্ষয়কে। এদিন অক্ষয়ের চারপা♔শে ছিল কড়া নিরাপত্তা বলয়। আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির প্রতিষ্ঠা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে কোনও উত্তর দিতে দেখা যায়নি অক্ষয়কে। প্রশ্ন এড়িয়ে আক্কি সোজ🍬া মন্দিরে প্রবেশ করেন।
প্রসঙ্গত, ২০২৩-এ আবু ধাবির এই মন্দিরের নির্মাণকাজ চলাকালীনও সেখানে পৌঁছেছিলেন অক্ষয়। সেসময় মন্দির নির্মাণের জন্য ইটও স্থাপন করেন অক্ষয়। ২০১৯ সালের ডিসেম্বর মাসেই শুরু হয় মন্দিরের নির্মাণ কাজ। গত 🙈বছর ডিসেম্বর মাসে অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার (BPS) মন্দির উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয় মোদিকে। যা গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী।
গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি হয়েছে আবু ধাবির প্রথম হিন্দু মন্দির। রাজস্থান এবং গুজরাটের শিল্পীরা ২৫ হাজার পাথর দিয়ে এটি তৈরি করেছেন। রাজস্থান থেকে নিয়ে যাওয়া হয়েছে গোলাপি বেলেপাথর। মন্দিরে বসেছে রাজস্থ🌸ানি পাথর, ইতালিয়ান মার্বেল। মন্দিরের নকশা দেখে সেসময় মুগ্ধ হন অক্ষয়। প্রসঙ🍸্গত এই মন্দির প্রতিষ্ঠায় এগিয়ে এসেছিলেন প্রায় ৪০ হাজার মানুষ। ৫৫ বর্গ মিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে এই মন্দির। মধ্যপ্রাচ্যে এটাই ছিল প্রথম হিন্দু মন্দির।