বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে তুলেইলে-তে গিয়েছিলেন অক্ষয় কুমার। ইনস্টায় BSF-র জওয়ানদের সঙ্গে কাটানো ‘স্মরণীয় দিন’-এর একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেতা। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এই ‘সাহসী হৃদয়’-দের সঙ্গে সময় কাটিয়ে ঠিক কী অনুভব করেছেন তিনি। এই দিনটিকে ন⛎িজের কাছে 'স্মরণীয় দিন' হিসেবেও উল্লেখ করেছেন 'খিলাড়ি।' জওয়ানদের সঙ্গে পাহাড়ি এলাকা ঘুরে দেখার পাশাপাশি সেনা ছাউনিতে ভাংড়া নাচেও তাঁদের সঙ্গে অংশগ্ৰহণ করতে দেখা গেছে তাঁকে। BSF Kashmir টুইটা🗹র পেজ থেকেও বেশ কিছু ভিডিয়ো ও ফটো শেয়ার করা হয়েছে।
শুধু তাই নয়, সেখানকার একটি স্কুল তৈরির জন্য ১ কোটি টাকা অনুদান দিয়েছেন অক্ষয়। তারকার বাবার নাম হরি ওম ভাটিয়ার নামে নামকরণ হবে সেই স্কুলের। এই ঘটনা প্রসঙ্গে এক বিএসএফ আধিকারিক জানিয়েছেন যে স্কুলের লাইব্রেরিতেও কিচ্ছুক্ষণ সময় কাটাতে এসেছিলেন অক্ষয়। প্রধানত জওয়ানদের সন্তানদের জন্য তৈরি হয়েছে ওই লাইব্রেরি।সেই লাইব্রেরি দেখে তিনি এতটাই মুগ্ধ হয়ে যান তারকা যে নির্ধারিত সময়ের অনেকক্ষণ বেশি সময় সেখান🐭ে তিনি ছিলেন। শুধু তাই নয় সেই মুগ্ধতার সুবাদেই স্কুল বিল্ডিংয়ের জন্য ১ কোটি টাকা অনুদানের ঘোষণা করে দেন 'খিলাড়ি'!
শুধু তাই নয়, লাইব্রেরিতে রাখা ভিজিটর বুকে সপ্রশংস বাক্যে নিজের মুগ্ধতার কথা লিখে দিয়েছেন অক্ষয়। নাম সইয়ের জায়গায়🌞 নিজের আসল নাম ব্যবহার করেছেন এই বলি-তারকা। 'অক্ষয় হরি ওম ভাটিয়া'.এই প্রসঙ্গে আরও এক বিএসএফ আধিকারিক জানান যে অক্ষয়ের তারিফ ও সাহায্য এই লাইব্রেরি শুধু বড়ই হবে না তার সঙ্গে আরও প্রচুর ছেলেমেয়ে অনেক বেশি বই পড়ার সুযোগ পাবে। বিএসএফ সূত্রে খবর, মূলত আইপিএস ওম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হাজার পঁচিশেক টাকার অনুদানে শুরু হয়েছিল এই লাইব্𓆉রেরি। অক্ষয় এগিয়ে আসতে এর পরিধি যে একলাফে অনেকটাই বেড়ে যাবে তাতে আর কোনও সন্দেহ রইল না।