২০০০ দশক🌟ের একজন বিখ্যাত টেলিভিশন তারকা ছিলেন আমান ভার্মা। টেলিভিশনে অভিনয় করার পাশাপাশি একাধিক সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। এত জনপ্রিয় একজন অভিনেতা হওয়া সত্বেও 🌊আজ পেটের দায়ে তাঁকে বেছে নিতে হয়েছে অন্য এক কাজ।
আমান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, তিনি একটি সংবাদপত্র এবং শ্যাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚম্পেনের বোতল হাতে নিয়ে জাদু দেখাচ্ছেন উপস্থিত দর্শকদের সামনে। ভিডিয়ো দেখে আপনি আন্দাজ করতে পারবেন এটি হয়তো কোনও অনুষ্ঠানের মঞ্চ যেখানে তিনি অর্থের বিনিময়ে ম্যাজিক দেখাচ্ছেন।
আরও পড়ুন: শাহরুখ বা সলমন নন, টানা ৮টি ২০০ কোটির সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই তারকা, কে🎉 বলুন তো?
আরও পড়ুন: বলিউডের সব থে🤪কে ব্যয়বহুল অপ্রকাশিত ছবি, যার বাজেট বাহু🦹বলী, পুষ্পা-র থেকেও বেশি
ভিডিয়ো পোস্ট করে আমান বলেন, ‘আমি জাদুকর হওয়ার কৌশল শিখেছি। এট𒀰ি একটু কঠিন ছিল কিন্তু সামলেছি.. সব হাতের বুদ্ধিতে...লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের সকলের সামনে চলে এসেছি ম্যাজিশিয়ান আমান যতন ভার্মা।’
এই সপ্তাহের শুরুতে পোস্ট করা এই ভিডিয়োটি দেখে আমাদের এই নতুন রূপ দেখে ভীষণ খারাপ লেগেছে নেটিজেনদের। একজন লিখেছেন, ‘আপনি এই লাইনে কেন এলেন?’ ভক্তের উত্তরে অভিনেতা বলেন, ‘এটা পেটের দায়ে করতেই হয়, কি করব☂েন বলুন?’
অন্য এক ভক্ত দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘এত প্রতিভাবান একজন অভিনেতাকে এমন কাজ করতে দেখে সত্যিই খারাপ লাগছে।’ ভক্ꦅতের দুঃখ প্রকাশের উত্তরে আমান বলেন, ‘দুঃখ পাবেন না। কোনও কাজ ছোট বা বড় নয়।’
তবে অভিনেতার এই নতুন রূপ দেখে একদিকে যেমন কিছু মানুষ দুঃখ প্রকাশ করেছেন তেমন কিছু কিছু মানুষ আবার অভিনেতাকে নিয়ে ট্রোꦛল করতেও ছাড়েননি। একজন লিখেছেন, ‘আপনি এখনও বেঁচে আছেন জেনে খারাপ লাগলো।’ ট্রোলের জবাবে আমান বলেন,' চিন্তা করবেন না, আপনি যখন বয়স্ক হয়ে যাবেন তখনও দেখবেন আমি আগের🐲 মতোই আছি, ঠিক যেমন ২৫ বছর আগে ছিলাম।'
আরও পড়ুন: কাজ সামলেও বাড়✃ির দিকে কড়া নজর ক্যাটের, জন্মদিনে মজার অভিজ্ঞ𓆏তা শেয়ার ভিকির
আরও পড়ুন: অপারেশন সিঁদুর নিয়ে স💎হকর্মীদের নীরবতায় সোচ্চার প্রীতি, বললেন, 'সবার মতামত...🌠'
তবে আর্থিক অনটনের মধ্যে থাকলেও ঈশ্বরকে বারবার ধন্যবাদ জানিয়ে𒁏ছেন অভিনেতা। তিনি বলেছেন, ‘আমি ভালো আছি। কিছু উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি আমার পরিবার পরিজনদের ভালোবাসার মধ্যে রয়েছি। এটাই আমার কাছে অনেক।’
প্রসঙ্গত, ‘সানডে সাসপেন্স’, ‘রিস্তে’, ‘কালাশ’, ‘কিউ কি সাস ভি’, ‘খুলজা সিম সিম’ সহ একাধিক জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। ‘বাগবান’⭕ সিনেমায় অমিতাভ বচ্চনের ছেলের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। এছাড়াও ‘বিগবস ৯’ - এর অন্যতম প্রতিযোগী ছিলেন আমান।