পুজোর আমেজে মাতোয়ারা গোটা বাংলা। আর বাঙালির কাছে পুজো মানেই ঠাকুর দেখার পাশাপাশি গল্প-আড্ডা আর পেট-পুজো। ষষ্ঠী টু দশমী পেটপুরে খাওয়া মাস্ট। আর সেই বাঙালি যদি খাদ্যরসিক হন, তাহলে তো নতুন করে কিছু বলার নেই। অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যর খাদ্যরসিক মেজাজ কারুর অজানা নয়। এ𝔍বার পুজোয় রক্তবীজ নিয়ে হাজির হয়েছেন অভিনেতা। পর্দায় তাঁর ফাটাফাটি অভিনয় সর্বদাই দর্শককে মুগ্ধ করে। এবারে অম্বরীশের পুজোর স্পেশ্যাল মেনু কী হতে চলেছে? সেকথাই সম্প্রতি ভাগ করে নিয়েছেন ‘খড়কুটো’র পটকা। হইচই-এর পুজো আড্ডায় উষসীর সঙ্গে সামিল তিনি। উষসী যতꦗটা ডায়েট ফ্রিক, অম্বরীশ ঠিক তার উলটো। অভিনেতার পুজো মেনু শুনেই উষসীর হাল বেহাল। সঞ্চালক সৌমক বেশকিছু টিপস নিয়ে ফেললেন অম্বরীশের থেকে।
অভিনেতা বলেন, ষষ্ঠীতে পাতে লুচি মাস্ট। এদিন বাড়িতে নিরামিষ, তাই আর লুচির সঙ্গে আল💧ু-ফুলকপির তরকার𝔉ি থাকতেই হবে। সেই তরকারিতে একটু টমেটো আর কড়াইশুঁটি পড়লে জমে যাবে। বিভিন্ন রকমের মিষ্টি তো থাকবেই তার সঙ্গে থাকবে বেগুনভাজা।
সপ্তমীটা মাছে-ভাতে জমজমাট। অভিনেতরা সাজেশন, এদিন আমিষ পদ খেলেও ‘হেবি-আমিষ’ নয়। মাছের কালিয়া কিংবা দই দিয়ে রুই জমেꦇ যাবে। ইলিশ ভাপা বা সরষে ইলিশ মেনুতে🥃 থাকতেই হবে। আর কী থাকবে? ভাত, ভেজ ডাল আর তরকারি, সঙ্গে কাজু-কিসমিস দিয়ে পোলাও। শেষপাতে মিষ্টি দই কিন্তু চাই। অষ্টমী মানেই ভোগ। খিচুড়ি হতে হবে মাখোমাখো, সঙ্গে লাবড়াটা মাস্ট। বেগুনি তো থাকতেই হবে। খিড়ুচির সঙ্গে আলুরদমের কম্বো থাকবে। খেজুর-আমসত্ত্বর চাটনি আর পাঁপড়।
নবমী মানেই রেওয়াজি খাসি আর পোলাও। আর ডেজার্ট? শেষপাতে পেটে জায়গা থাকলে রসগোল্লা। এইসব শুনেই পেট ভরে গিয়েছে উষশীর, জানান দিল তাঁর অভিব্যক্তি। কাজের চাপে সবসময় পুজোয় দেশে থাকতে পারেন অম্বরীশ তা নয়, তবে যেখানেই থাকুন না কেন পু💟জোর গন্ধ তাঁর সঙ্গে থাকে। এর আগে এক সাক্ষাৎকারে পুজোর স্মৃতিচারণা করতে গিয়ে এবিপি লাইভকে অভিনেতা বলেছন- 'পুজো মানে আমার কাছে নস্ট্যালজিয়াও। আমার ছোটবেলার পুজো মানে বাবার সঙ্গে পাড়ায় থিয়েটার করা, রাত জেগে স্টেজ রিহার্সাল। মণ্ডপে যে ভোজ হত, সেখানে পরিবেশন করতে গিয়ে খেয়ে ফেলতাম আরও বেশি। প্রত্যেকবার একটা বেগুনি দেওয়ার সময় আরেকটা বেগুনি তুলে নেওয়া... এই সারল্য এখন হারিয়ে গিয়েছে। পুজোর চারটে দিন আমি স্মৃতিমেদুর হয়ে থাকি। প্রত্যেক মুহূর্তে আমার মনে পড়ে আমার ছোটবেলার মানুষদের.. যাঁরা আমায় ঘিরে থাকতেন।'