গত দু'বছর ধরে অভিষেক-ঐশ্বর্য নামের সঙ্গে জুড়েছিল ডিভোর্সের গুঞ্জন। তবে এবিষয়ে নিন্দুকেদের মুখে 'ছাই' দিয়ে ফের এক হয়েছেন ‘অ্যাশ-অভি’, সঙ্গী মেয়ে আরাধ্যা। সম্প্রতি পুণেতে ঐশ্বর্যর তুতো ভাই-এর বিয়েতে বউ-মেয়ের সঙ্গে হাজির হলেন অভিষেক বচ্চন। অর্থাৎ এট ছিল অভিষেকের শ্যালকের বিয়ের অনুষ্ঠানন। সেখানেই দেশি লুকে মন কাড়লেন এই ত্রয়ী। আর সোশ্যাল মিডিয়ায় উঠে আসা তাঁদের এই ছবি তারকা দম্পতির ডিভোর্সের গুঞ্জন এক্কেবারেই উড༺়িয়ে দেয়।
ঐশ্বর্য-অভিষেক-আরাধ্যা
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ছবিতে রাই সুꩵন্দরীতে নিয়ন সবুজ রঙের আনারকলি স্যুটে দেখা যায়, অন্যদিকে আরাধ্যাকে মায়ের মতো একই ডিজাইনের সাদা রঙের আনারকলি স্যুটে দেখা যায়। আর অভিষেরক পরেছিলেন ডিজাইনার গোলাপি রঙের পাঞ্জাবি। বিয়ের অনুষ্ঠানে তাঁদের একসঙ্গেই দেখা যায়। আবার ঐশ্বর্য-অভিষেক-আরাধ্যাকে শ্লোকা শেট্টি সহ তুতো বোনেদের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতেও দেখা যায়। অন্য একটি ছবিতে তুতো বোনের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়। সেখানে অবশ্য রাই সুন্দরীকে লাল গর্জাস ট্রাডিশনাল ড্রেসে দেখা যায়।
আরও পড়ুন-‘🌠সতীনে সতীনে ভাব’! রী﷽নার সঙ্গে সেলফি কিরণের, আমিরের বাড়িতে দেখা মিলল না তাঁর গৌরীর
বিয়েতে ঐশ্বরিয়া এবং অভিষেকের ছবি নিয়ে কমেন্ট
অভিষেক-ঐশ্বর্য ও আরাধ্যার এই ছবিগুলির নিচে নেটনাগরিকরাও নানান কমেন্ট করেছেম। একজন তাঁদের দেশি লুক ও পোশাকের প্রশংসা করে লেখেন, ‘সংস্কার আচ্ছা দিয়া হ্যায় ঐশ্বর্য নে বেটি কো, কাপড়ে আচ্ছে হ্যায় (ঐশ্বরিয়া তার মেয়েকে ভালো শিক্ষা দিয়েছে, তাঁর বেশভূষা বেশ সুন্দর’। অন্য একজন লেখেন, ‘আরাধ্যার আচরণ এক্কেবারেই সেলিব্রিটিদের মতো নয়’। কেউ আবার লিখেছে🥀ন, ‘ঐশ্বর্য-অভিষেক মেয়ের জন্য নিজেদের ঝামেলা মিটিয়ে নিয়েছেন, এটা দেখে ভালো লাগছে।’
এর আগে, ঐশ্বর্য ও অভিষেকের বিয়ের অনুষ্ঠানে যোগ দে🐓ওয়ার ছবি রেডিটের হাত ধরে সামনে এসেছিল। পোস্টটি শেয়ার করে একজন রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘আমি শ্লোকা শেট্টিকে অনুসরণ করি, ও ঐশ্বর্যর মামাতো বোন। 🧸শ্লোকার ভাই এবার বিয়ে করলেন। অভিষেক, ঐশ্বর্য এবং আরাধ্য অনেক ছবিতেই সাধারণ পরিবারের সদস্যের মতোই উপস্থিত ছিলেন।'
প্রসঙ্গত ২০০৭ সালে এক জমকালো বিয়ের অনুষ্ঠানে মাধ্যমে অভিষেকের সঙ্গে ঐশ্বর্💮যের বিয়ে হয়। ২০১১𒐪 সালে তাঁদের মেয়ে আরাধ্যার জন্ম হয়।
কর্মক্ষেত্রে ঐশ্বর্য এবং অভিষেক
অভিষেককে শেষ দেখা গিয়েছিল রেমো ডি'সুজার নৃত্যনাট্য 'বি হ্যাপি'-তে। পরবর্তীতে তাঁকে অক্ষয় কুমার এবং রীতেশ দেশমুখের সাথে 'হাউসফুল ৫'-এ দেখা যাবে। আবার জানা যাচ্ছে ছোটা বচ্চন শাহরুখ খান ও সুহানা খান অভিনীত 'কিং'-এরও অংশ। 🌞ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছিল ২০২২-২৩ সালে মণিরত্নমের দুটি 'পোন্নিয়িন সেলভান' ছবিতে। তিনি এখনও তাঁর পরের ছবি নিয়ে কোনও কিছꦓুই জানাননি।