ঘড়িতে তখন ভোর ৫.৪০, সদ্য শীতের চাদর জড়ানো শহরবাসী রবিবারের শীতঘুমে ব্যস্ত, সেই 𒅌সময়ই চুপিসাড়ে তিলোত্তমায় শ্যুটিং সারলেন আমির খান। গত মাসের শেষেই খবর এসেছিল লাল সিং চড্ডার শ্যুটিংয়ে শহরে আসবেন আমির। যেমন কথা তেমনি কাজ- এদিন কাকভোরে শহর কলকাতায় আমিরি উপস্থিতি। হাওড়া ব্রিজে লাল সিং চড্ডার শ্যুটিংয়ে বলিউডের মিস্টার পারফেকশানিস্ট।
ভোরের আকাশ তখনও পরিস্কার হয় নি, লাল সিং চড্ডার লুকেই আমির পৌঁছোলেন হাওড়া ব্রিজে। পরনে কালো টি-শার্ট,ধূসর প্যান্ট এবং সাদা টুপি। ঘড়ি ধরে পাঁচ মিনিট শ্যুটিং করলেন আমির। হাওড়া ব্রিজে ৫০ মিটার মতো দৌড়তে দেখা গেল অভিনেতাকে। একই শট আমিরের অনুরো💙ধেই দু’বার ক্যামেরাবন্দি করলেন পরিচালক অদ্বৈত চন্দন।
প্রথমে শোনা গিয়েছিল হাওড়া ব্রিজ বন্ধ করে হবে ছবির শ্যুটিং তবে ব্রিজের একটা অংশ বন্ধ কর🌄েই হল শ্যুটিং। ঘড়ির কাঁটা ৫.৪৫ এর ঘরে পৌঁছানোর কিছু পরেই আমির খান বিদায় নেন শ্যুটিং স্পট থেকে। গোটা ইউনিট সকাল ৬.১৫ মধ্যে প্যাক আপ করে হাওড়া ব্রিজ থেকে। প্রসঙ্গত ছবির শ্যুটিংয়ে গতকাল রাতেই🍬 শহরে এসে পৌঁছান আমির।
দিন কয়েক আগেই সামনে এসেছে ছবির ফার্স্ট লুক । টম হ্যাঙ্কস অভিনীত কালজয়ী হলিউড ছবি 'ফরেস্ট গাম্প' এর অফিসিয়্যাল রিমেক পরিচালক অদ্বৈত চন্দনের এই ছবি । ছবির ফার্স্ট লুকে মাথায় গোলাপি পাগড়ি, হাতে কড়া এবং লম্বা দাড়ি -গোঁফে পুরোদস্তুর পঞ্জাবি আমির ♓খানকে বসে থাকতে দেখা গেছে রেলগাড়ির কামরায় ।
লাল সিং চড্ডাকে ঘিরে দর্শকদের উত্তেজনার মূল কারণ নিঃসন্দেহে আমির-করিনা জুটির কামব্যা🌃ক । 'থ্রি ইডিয়টস' এবং 'তলাশ' এর পর এই ছবিতে ফের একসঙ্গে কাজ করছেন🏅 তাঁরা। আমিরের অন্যতম প্রিয় হলিউডি ছবি 'ফরেস্ট গাম্প' এর চিত্রনাট্য ভারতীয় প্রেক্ষাপটে লিখেছেন অতুল কুলকর্নি ।
বক্স অফিসে আমিরের শেষ ছবি 'থাগস অফ হিন্দুস্থান' আমিরি ম্যাজিক দেখাতে ব্যর্থ হয়েছে, তাই 'লাল সিং চড্ডা' নিয়ে বাড়তি সতর্ক অভিনেতা । ভাওকম এইটিন মোশন পিকচার্স এবং ꩵআমির খান প্রোডাশনের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি মুক্তি পাবে ২০২০ সালের ক্রিসমাসে ।