‘অভিষেক, তুমি আমার উত্তরাধিকারী’, সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন অমিতাভ বচ্চন। কেসটা কী? বুধবারই মুক্তি পেয়েছে অভিষেক বচ্চনের নতুন ছবি ‘দশভি’র ট্রেলার (Dasvi Traile🐼r)। আর সেখানেই জুনিয়ার বচ্চনকে দেখে ভাষা হারিয়েছেন অমিতাভ।
‘দশভি’র ট্রেলার শেয়ার করে অমিতাভ তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের লেখা কবিতার দুটো লাইন ব্যবহার করেছেন। হিন্দিতে লেখা সেই লাইনদুটোর বাংলা করলে দাঁড়ায়, ‘আমার ছেলে, ছেলে বলেই আমার উত্তরাধিকা🌊রী হবে না। যে আমার উত্তরাধিকারী হবে, সেই আমার ছেলে।’
যে কোনও সন্তানের কাছেই নিজের বাবা-মা-র থেকে প্রশংসা শোনা গর্বের। আর যদি সেটা♌ শহেনশাহ অমিতাভ করে🐼 থাকেন গর্বে ছাতিটা একটু বেশিই ফোলে বই কি! অমিতাভের করা সেই টুইট রিটুইট করে অভিষেক লিখেছেন, ‘লাউ ইউ পা। সব সময় এবং চিরকালের জন্য’।
গতকালই মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন (Abhishek Bachchan), নিমরত কৌর (Nimrat Kaur) ও ইয়ামি গৌতম (Yami Gautam) অভিনীত ছবি 'দশভি'𝄹-র ট্রেলার। অষ্টম শ্রেণি পাশ মুখ൩্যমন্ত্রী গঙ্গারাম চৌধুরির চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। যে জেলবন্দি হয়ে শুরু করে দশম শ্রেণি পাশ করার জন্য চেষ্টা।
প্রায় তিন মিনিটের ট্রেলারে অশিক্ষিত, দুর্নীতিগ্রস্ত এবং দেশি রাজনীতিবিজের চরিত্রে দেখা গিয়েছে অভিষেককে। জেলবন্দি হওয়ার পর সাক্ষাৎ জেলার ইয়ামি গৌতমের সঙ্গে। আর ইয়ামি তাঁকে অশিক্ষিত বলে কটাক্ষ করতেই সে দশম ক্লাস পাশ করে দেখিয়ে দেওয়ার💃 চ্যালেঞ্জ নিয়ে নেয়। গঙ্গারাম অভিষেক🌄ের স্ত্রীর চরিত্রে নিমরত। যে বর জেলে যেতেই মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করতে চাল দেয় বড়সড়। ৭ এপ্রিল, ২০২২-এ মুক্তি পাবে 'দশভি'।