বলিউডের শাহেনশা তিনি। তাঁর গুণমুগ্ধ ভক্তের সংখ্যা অগুণতি। ৭৮ বছর বয়সী অমিতাভ বচ্চনের ভক্ত আট থেকে আশি, সব বয়সীরাও। তা সত্ত্বেও অমিতাভের বড় আক্ষেপ কেন ফলোয়ার সংখ্যার বিচারে সোশ্যাল মিডিয়ায় পিছিয়ে তিনি! ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম- সব মাধ্যমেই ভীষণ অ্যাক্টিভ তিনি। এমনকি তাঁর বাড়ির লোক পর্যন্ত অনুযোগ জানিয়েছেন, সারাদিন সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকেন তিনি, অথচ সেই সোশ্যাল মিডিয়াতেই নাকিಌ কাঙ্খিত ফলোয়ার নেই অমিতাভের! মানে বিগ বি নিজে সেটাই মনে করেন।
বৃহস্পতিবার অমিতাভ বচ্চন নিজের আসন্ন ছবি ‘উঁচাই’-এর শ্যুটিং সেটের একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামের দেওয়ালে। সেখানে দেখা গেল অন্ধকারে ভারী বৃষ্টির ম꧃ধ্যে ব্যাকপ্যাক কাঁধে নিয়ে একটি ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছেন তিনি। অমিতাভ সেই দৃশ্য সম্পর্কে ব্যাখা দিয়ে লিখেছেন, ওই হাড়হিম করা অ্যাকশন দৃশ্যের পরিচালনা করেছেন ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল। আর এই পোস্টেই অমিতাভের কন্ঠে ঝরে পড়েছে বেশিমাত্রায় ফলোয়ার না থাকবার আক্ষেপ।
অমিতাভ পোস্টের ক্যাপশনে লেখেন🦄, 'একটা ঝুলন্ত বড় খিলান, একটা সুরু একমুখী 🦩ব্রিজ, চারটে ঝড় তোলা পাখা, অঝোরে বৃষ্টি, ধোঁয়া, হিমালয়ে ওঠবার উপযুক্ত পোশাক, ভারী ব্যাকপ্যাক…. আর সেই নিয়ে পারফর্ম করবার চাপ… গোটা ৪ দিন জুড়ে!!
এরপর অমিতাভ যোগ করেন, ‘অ্যাকশন দৃশ্য পরিকল্পনা করেছেন ভিকির বাবা, শ্যাম….বলছি এতো ꦍকোনও সুন্দরী মহিলা নেই, যাঁদের লক্ষ লক্ষ ফলোয়ার আছে… বলছি আমাকেও একটু সাহায্য করুন 🦹না ফলোয়ার সংখ্যা বাড়াতে’।
উল্লেখ্য, ইনস্টাগ্রামে অমিতাভ বচ্চনের ফলোয়ার সংখ্যা ৪৬.৭ মিলিয়ান, অন্যদিকে ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন ২৯.২ মিলিয়ান মাꦍনুষ। যা রীতিমতো ঈর্ষণীয়, টুইটার ফলোয়ার সংখ্যার বিচারে ভারতীয়দের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্✅র মোদীর পর দ্বিতীয় স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তবে ইনস্টাগ্রামে বলি সুন্দরীদের থেকে অনেকটা পিছিয়ে অমিতাভ। বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে বেশি ইনস্টা ফলোয়ার সংখ্যা প্রিয়াঙ্কা চোপড়ার, দু নম্বর রয়েছেন শ্রদ্ধা কাপুর, তৃতীয় নেহা কক্কর এবং চার নম্বরে রয়েছেন দীপিকা পাড়ুকোন।
সুরজ বরজাতিয়ার উঁচাই ছবিতে পরিণীতি চ💙োপড়া, অনুপম খের, বোমান ইরানিদের সঙ্গে স্ক্রিন ভাগ করে নেবেন অমিতাভ। এছাড়াও তাঁর হাতে রয়েছে ‘গুডবাই’। রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা মিলবে বিগ বি-র, এছাড়া অজয় দেবগণের ‘রানওয়ে ৩৪’ ছবিতেও থাকছেন অমিতাভ।