রবিবার বেশ ঘটা করে উদ্বোধন হল নতুন সংসদ ভবন। বলিউড থেকে শাহরুখ খান, অক্ষয় কুমার, অনুপম খের, হেমা মালিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্র🔯ধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে সেখানে অমিতাভের গলায় জিজ্ঞাসা। বিগ বি প্রশ্ন তুললেন, নতুন সংসদ ভবনের আকার নিয়ে।
নতুন সংসদ ভবনের প্রশংসাই করেছেন অমিতাভ ব্লগে। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়র আগে লেখেন তিনি। মূলত সেদিনকার🌜 আলোচ্য বিষয়, ঘটে যাওয়া বিশেষ কোনও ঘটনা, কোনও সিনেমা বা সেই দিনের অতীতের কিছু স্মৃতি জায়গা পায় তাঁর ব্লগিংয়ে। শনিবার অমিতাভ লিখলেন সংসদ ভবন নিয়ে। লিখলেন, ‘সংসদের নতুন ভবন খুলেছে এবং একজন প্রাক্তন সাংসদ হিসেবে এই মুহূর্তের জন্য আমার শুভেচ্ছা। তবে আমি জানতে চাই কেন 💖এটার আকৃতি এরকম। এর ধর্মতাত্ত্বিক, পৌরাণিক, জ্যোতিষশাস্ত্রীয় অর্থ ঠিক কী?’
প্রসঙ্গত, অমিতাভ বচ্চন ১৯৮৪ সালে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে সমর্থন করার জন্য রাজনীতিতে প্রবেশ করেন। তিনি চতুর্থ লোকসভা ভোটে এলাহাবাদ আসন থেকে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ এন বহুগুনার বির꧂ুদ্ধে উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেছিলেন। তবে তিন বছর পর তিনি রাজনীতি থেকে পদত্যাগ করেন।
শনিবার রাতে নতুন সংসদ ভবন নিয়ে একটি টুইট করেন নমো। যাতে তিনি লেখেন, ‘নতুন সংসদ ভඣবন জনগণের আকাঙ্খা পূরণ করেছে। অনেকেই সোশাল মিডিয়ায় #MyParliamentMyPride প্রচার চালাচ্ছেন। বহু মানুষের আবেগঘন কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। জাতির গর্বের কথা তুলে ধরেছেন তাঁরা।’
শাহরুখ নতুন সংসদ ভবনের প্রশংসা করে লিখেছেন, ‘যারা আমাদের সংবিধানের মাথা উঁচু রাখে, এই মহান জাতির প্রতিটি নাগরিকের প্রতিনিধিত্ব করে এবং জনগণের বৈচিত্র্য রক্ষা করে তাঁদের জন্য কী চমৎকার নতুন বাড়ি @নরেন্দ্রমোদিজি। নতুন ভারতের জন্য একটি নতুন সংসদ ভবন, সঙ্গে ভারতের সুপ্রাচীন গৌরবের স্বপ্নগুলিকে সঙ্গে নিয়ে। জয় হিন্দ। #আমার সংসদ আমার অহংকার (🐟#MꩲyParliamentMyPride)।’
অক্ষয় লেখেন, ‘এই গৌ♍রবময় নতুন সংসদভবন দেখে গর্ব হচ্ছಌে। এটি ভারতের গৌরবময় একটি প্রতীক হয়ে থাকবে।’
হেমা মালিনী টুইট করেন, ‘নতুন সংসদ﷽ ভবন উদ্বোধন উপলক্ষ্যে গর্বিতꦇ সকল দেশবাসীকে শুভেচ্ছা।’
টুইটারে সকল তারকার শুভেচ্ছাবার্তায় আলাদꦜা করে জবাব ꦐদিয়েছেন প্রধানমন্ত্রী। তাহলে কি অমিতাভের প্রশ্নেরও জবাব আসবে নমোর থেকে?
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )