জিমে শরীরচর্চা করতে গিয়ে 💃অসুস্থ হয়ে পড়েছিলেন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব💧। আচমকাই বুকে ব্যথা নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। দিল্লির এইমসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কৌতুকশিল্পী। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কোনও রকম ভুয়ো খবরে কান না দেওয়ার আবেদন জানিয়েছে অভিনেতার পরিবার।
বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন রাজুকে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছেন। ভেন্টিলেটরে থাকা কৌতুকশিল্পীকে এই বার্তা শোনানো হয়েছিল। দিল্লির এইমস-এ উপস্থিত রাজুর ঘনিষ্ঠ বন্ধুদের মতে, বার্তায় অমিতাভ বলেছেন, রাজু- ‘ওঠো, এখনও অনেক কাজ বাকি।’ কৌতুকশিল্পীꦬর স্ত্রী শিখার কাছে ফোন করে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজখবরও নিয়েছেন বিগ বি। ভগবান দ্রুত সুস্থ করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: অসুস্থ রাজুকে নিয়ে ভুয়ো খবরের ছড়াছড়ি! বিব🍰ৃতি জার🐽ি করে কী জানাল পরিবার
কৌতুকশিল্পীর ঘনিষ্ঠ একজন জানান, মোবাইলের মাধ্যমে ভয়েস মেসেজ চালানো হয়েছে। সাড়া আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজু তাঁর কমেডি কেরিয়ার শুরু করেছিলেন অমিতাভের মিমিক্🔯রি দিয়ে।
উল্লেখ্য,𝄹 গত বুধবার জিমে ট্রেডমিলে ছুটতে ছুটতে হঠাৎ পড়ে যান রাজু। জিম প্রশিক্ষক তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসায় ঠিক সময় চিকিৎসা শুরু হয়। রাজুর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। আপাতত তিনি স্থিতিশীল। এ দিকে AIIMS-এ উপস্থিত রাজুর ঘনিষ্ঠ বন্ধুরা বলছেন, অভিনেতার রক্তচাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে। চিকিৎসকরা শারীরিক উন্নতির কথা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ‘ছোটু🍸 ভাইয়া তুমি বরং ব্যাট বল..’💙, উর্বশীর মন্তব্যের পর নতুন রহস্যময় পোস্ট ঋষভের
নয়াপুরোয়ায় রাজুর এক প্রতিবেশী বিকাশ📖 ভার্মা বলেন, রাজু যখনই বাড়িতে আসেন এলাকার মানুষের সঙ্গে দেখা করেন। এখানকার মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করছেন। প্রতিবেশী বিন্ধ্যবাসিনী রাস্তোগী বলেন, ভগবান রাজুর সঙ্গে আছেন, তিন🍨ি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
কৌতুক অভিনেতা আন্নু অবস্তি জানিয়েছেন, শনিবার সন্ধায় কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের পরিবারের সঙ্গে কথা হয়েছে তাঁর। তারা উন্নতির কথা বলেছেন। আন্নু বলেন, ‘আল্লাহ পূর্ণ সমর্থন দেবেন। শীঘ্রই রাজু ভাইয়া ভালো হয়ে যাবে।’ রাজুর ঘনিষ্ঠরা জানান, তাঁর পায়ের আঙুল ও কাঁধে নড়াচড়া করছে। এগুলি ভালো♒ লক্ষণ বলা হচ্ছ🦂ে। অক্সিজেন সাপোর্টও কমে গিয়েছে। জানা গিয়েছে, রাজু শ্রীবাস্তবের ১০ বছরে তিনবার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে।