এতদিন তৈমুরের ন্যানি বলেই তাঁকে সকলে চিনতেন। তাঁর নাম পরিচয় বেশিরভাগ লোকজনেরই সেভাবে জানা ছিল না। তবে হঠাৎই সেই 'ভাইরাল ন্যানি' যখন আম্বানিদের বিয়েতে গিয়ে নতুন বর অনন্তকে জড়িয়ে ধরে ছবি দিলেন তখন হইচই পড়ে গেল। শুধু অনন্ত কেন, খোদ মুকেশ-নীতা, নতুন বউ রাধিকা সহ✱ আম্বানি পরিবারের আরও অনেকের সঙ্গেই পাশাপাশি গা ঘেঁষে দাঁড়িয়ে ছবি তওুলেছেন ললিতা ডি'সিলভা।
ললিতার পোস্ট থেকেই জানা গিয়েছে, তিনি তৈমুরের মতোই একসময় ছোট্ট অনন্তকে দেখাশোনার দায়িত্বে ছিলেন। দীর্ঘ ১১ বছর আম্বানি পরিবারের সঙ্গে কাটিয়েছেন। শুধু অনন্ত কেন, ইশা ও আকাশেরও খেয়াল রাখতেন ভাইরাল ন্যানি ললতি ডি'সিলভা। এখন প্রশ্ন তবে কেন ইশা এবং আকাশ আম্বানির বিয়েতে দেখা যায়নি ললিতাকে? তবে কি সেই দুই বিয়েতে নিমন্ত𝕴্রণ ছ♌িল না ন্যানি ললিতা ডি'সিলভার?
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সেকথাও খোলসা করেছেন ললিতা ডি'সিলভা। জানিয়েছেন, শুধু অনন্ত নয়, এর আগে ধূমধাম করে হওয়া আকা൲শ ও ইশার বিয়েতেও আম্বানিদের তরফে তাঁর কাছে নিমন্ত্রণপত্র এসেছিল। তবে তিনি যেতে পারেননি। কারণ, সেময় করিনা পুত্র তৈমুর আলি খানের দেখা শোনার দায়িত্ব সামলাচ্ছিলেন। সেই দায়িত্বে এতটাই ব্যস্ততা ছিল, যে আকাশ, ইশার বিয়েতে যাওয়ার সুযোগ মেলেনি। এখন প্রশ্ন তবে এবার কীভাবে আম্বানিদের বিয়েতে গেলেন ললিতা? কারণ, এবারও তো তিনি রামচরণ ও উপাসনা কোনিদেলার মেয়ে ক্লিন কারাকে দেখাশোনার দায়িত্ব সামলাচ্ছেন! তাহলে?
এবিষয়ে ললতি ডি'সিলভা জানিয়েছে, এবার অনন্তের বিয়েতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন রামচর✃ণ ও উপাসনা নিজেই। তাঁরা নিজেরাই মেয়েকে সামলে ললিতাকে বিয়েতে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এসব শুনে নেটপাড়ার প্রশ্ন, তবে রামচরণ-উপাসনার তুলনায় ছুটি দেওয়ার ক্ষেত্রে বেশিই কঠোর সইফ-করিনা?
নাহ, এবিষয়টি নিয়ে অবশ্য🐓 কোনও কথা বললেন, ললিতা। 'এবার রামচরণ স্যার উপাসনাজি আমায় অনন্তের বিয়েতে যোগ দিতে সাহায্য করেছেন, ওঁরাই আমাকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন।’ এক্ষেত্রে সইফ-করিনাকে নিয়ে কোনও মন্তব্য করেননি ললিতা। তবে বলেছে, তৈমুরকে নিয়ে পাপারাৎজি আর লোকজনের দৌরাত্মের কারণে, তাঁকে সেসময় পরিস্থিতি সামাল দিতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে তিনি শেষপর্যন্ত সামাল দিতে পেরেছেন। এমনকি তৈমুরের পর জেহকে দেখারও দায়িত্ব পেয়েছিলেন ললিতা। সেই দায়িত্ব ছেড়ে কেন রামচরণ-উপাসনার বাড়িতে চাকরি নিয়েছিলেন, সেবিষয়েও তিনি কোনও কথ বলেননি।
প্রসঙ্গত, ললতি ডি'সিলভা পেশায় শুধু একজন ন্যানি নন, তিনি কিন্তু পেডিয়াট্রিক নার্স । অর্থৎ ꦿশিশুদের দেখাশোনার জন্য তাঁর নার্সিং-এর প্রশিক্ষণও রয়েছে (শিশু চিকিৎসকদের সঙ্গে যাঁরা থাকেন)।