অনন্যা পান্ডের সঙ্গে তাঁর ছোটবেলার বন্ধু সুহানা খান এবং শানায়া কাপুরের সুন্দর সম্পর্ক কারুরই অজানা নয়। তাঁদের প্রায়ই একসঙ্গে আড্ডা দিতে দেখা যায়। তাঁদের সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই তাঁরা একসঙ্গে ছবি দিয়ে লেখেন BFF গোল। এই থ🦩্রী মাস্কেটিয়াসের চোখে বলিউডে নিজেদের নিয়ে বড় স্বপ্ন রয়েছে। এঁদের মধ্যে অনন্যা ইন্ডাস্ট্রিতে নিজের নাম তৈরি করেছেন, সুহানাও সম্প্রতি পা রেখেছেন অভিনয় জগতে। আর শানায়া নিচ্ছেন প্রস্তুতি।
অনন্যাই এই গ্যাং-এর প্রথম সদস্য যে অভিনয় জগতে প্রবেশ করে আসতে আসতে নিজের একটা জায়গাও তৈরি করে নিয়েছে। বর্তমানে তাঁর ঝুলিতে আছে বেশ ভালো ভালো কিছু কাজ রয়েছে। সম্প্রতি অভিনেত্রীর 'কল মি বে' বেশ প্রশংসি💟ত হয়েছে। অভিনেত্রী মনে করেন তাঁর বন্ধুরা যে এখন বলিউডের যাত্রা শুরু করেছেন। তা অনেকটা প্রস্তুতি নিয়ে। অনেক কিছু শিখে, জেনে তবেই পা রাখছেন এই লাইমলাইটের দুনিয়ায়। কিন্তু তিনি সেই সুযোগ পাননি। অল্প বয়সে খুব বেশি কিছু না জেনে পা দিয়েছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
আরও পড়ুন: 'প্রভাস জোকার…', নিজের 𒊎করা মন্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্কে মুখ খুললেন আরশাদ!
অনন্যা হিউম্যানস অফ বোম্বে কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছে🌠ন, ‘প্রত্যেকের জার্নি অনেক আলাদা...আমি যে সময় শুরু করেছি তাতে আমি খুব খুশি। যখনই আমি আমার বন্ধুদের ২৪-২৫ বছর ব🌳য়সে শুরু করতে দেখছি, তখনই আমার ওঁদের দেখে মনে হয়েছে যে ওঁরাও খুব ভালোভাবে প্রস্তুত। ওঁরা ওঁদের সমস্ত প্রশিক্ষণ সম্পন্ন করেছে... ওঁরা জানে কীভাবে মিডিয়ার সঙ্গে মোকাবিলা করতে হয়।’
অনন্যা তাঁর ক্যারিয়ার খুব পরিণত ভাবে, এতটা প্রস্তুতি নিয়ে শুরু না করলেও বর্তমানে তিনি যে জায়গায় পৌঁছেছেন তাতে তিনি খুব খুশি, ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের আশা রাখেন তিনি। একই কথোপকথনে অভিনেত্রী জানান, তিনি ওটিটি মুভি 'সিটিআরএল'- এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাঁর মতে, করোনা মহামারী-পরবরཧ্তী পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। আগের থেকে দর্শকদের পছন্দেরও পরিবর্তন হয়েছে। তাই ওটিটিকে এখন তাঁরা অনেকখানি গুরুত্ব দেন। সেই কথা মাথায় রেখেই অনন্যা ওটিটিতে আরও বেশি করে কাজ করার কথা ভাবছেন।
অনন্যা পান্ডের কেরিয়ার সম্পর্কে
২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রীর। এরপর তিনি ‘খালি পিলি’, ‘🔯গেহরাইয়াঁ’, ‘ড্রিম গার্ল ২’ এবং ‘খো গায়ে হাম কাহা🍃ঁ’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।
কাজের সূত্রে, অনন্যার প্রথম ওয়েব সিরিজ 'কল মি বে' প্রাইম ভিডিয়োতে বেধ রমরমিয়ে চলছে। এরপরে, তাঁর সাইবার থ্রিলার ‘CTRL’ আসতে চলেছে নেটফ্লিক্সে। সেখানে AI মানুষের 𝄹জীবনের নিয়ন্ত্রণ কীভাবে নিজের হাতে নিচ্ছে সেই গল্প ফুটে উঠবে। সিরিজটি ৪ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে৷