গত ২ মে মুম্বইয়ের কোকি⭕লাবেন ধীরুভাই হাসপাতালে মারা যান বনি, অন🦋িল ও সঞ্জয় কাপুরের মা নির্মল কাপুর। ৩ মে পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ বিদায়ের বেলায় উপস্থিত ছিলেন রানি মুখোপাধ্যায়, করণ জোহর, ফারহান আখতার সহ বিশিষ্ট শিল্পীরা।
১১ মে মাতৃ দিবস উপলক্ষে প্রয়াত মায়ের স্মৃতি রোমন্থন করতে দেখা গেল বনি কাপুরকে। নিজের ছোটবেলার একটি ছবি এবং মায়ের শেষ সময়ের ছবি পোস্ট করে বনি লেখেন, ‘মা তুমি ছিলে আমার প্রিয় মানুষꦿ, তোমার চলে যাওয়া আমার সব থেকে কঠিন মুহূর্ত। মাতৃদিবস, শুভ মাতৃদিবস।’
আরও পড়ুন: 'আমার ভাই আ🍌মাকে...', জম্মু থেকে ভাইয🀅়ের পাঠানো কোন ভিডিয়ো পোস্ট করলেন অনুপম?
আরও পড়ুন: যুদ্ধের আবহে বাবাকে নিয়ে চিন্তিত, জম্মুর বাড়িতে কেমন 𒉰আছেন সময় রায়নার বা🌼বা?
চলচ্চিত্র নির্মাতা বনি কাপুর যে দুটি ছবি পোস্ট করেছেন সেই ছবি দুটির মধꦇ্যে প্রথম ছবিতে দেখা যাচ্ছে, মায়ের সঙ্গে পুজোয় বসেছেন বনি। পারিবারিক কোনও অনুষ্ঠান হতে দেখা যাচ্ছে সেই ছবিতে। দ্বিতীয় ছবিতে সেই মাকেই শেষ বিদায় জানাতে দেখা যাচ্ছে অনিল, সঞ্জয় এবং ব▨নিকে।
তবে মায়ের মৃত্যুর পর এটি প্রথম পোস্ট নয়, মায়ের চলে যাওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় পো🐟স্ট করে বনি লিখেছিলেন, ‘২০২৫ সালের ২ মে, চারজন সন্তান, পুত্রবধূ, জামাই, ১১ জন নাতি নাতনি, ৪ জন পপৌত্রদের রেখে না ফেরার দেশে চলে গেলেন ত♛িনি।’
তবে শুধু বনি নন, মায়ের চলে যাওয়ার পর ইনস্টাগ্রামে একটি দীর্ঘ নোট শেয়ার করেছিলেন অনিল কাপুর। তিনি লিখেছিলেন, ‘জীবনের সমস্ত মুহূর্তে তোমার তরফ থেকে যে ভালোবাসা পেয়🐟েছিলাম, তার তুলনা হয় না। আমার মা সেই নারীদᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚের মধ্যে একজন, যিনি কখনও আলোচনায় আসেননি ঠিকই কিন্তু যার জন্য আমরা সকলে একসঙ্গে থেকে যে চিরকাল।’
আরও পড়ুন: পা꧃ল্টা আঘাত হানায় ভারতের নিন্দে! ফাওয়াদকে কটাক্ষ রূপালির, মাহিরাকে কী বললেন অবিনাশ মিশ্র?
আরও পড়ুন: শুরুতেই শ্রীদেবীর সঙ্গে অভিনয়, তাও কেন বলি দুনিয়া থেকে হাౠরিয়ে গেলেন এই🃏 অভিনেতা?
বনি এবং অনিল ছাড়াও পরিবারের বাকি সদস্যরাও নির্মল কাপুরের প্রয়াণে নিজেদের ইনস্টাগ্রামে শোকবার্তা লিখে দুঃখ ꦰপ্রকাশ করেছেন। মায়ের মৃত্যুর পরেই এই মাতৃদিবস বনি এবং অনিল কাপ♊ুরের জন্য যে ভীষণ বেদনাদায়ক তা আর বলার অপেক্ষা রাখে না।