ভারতকে হিন্দুরাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি তুললেন ‘গজল সম্রাট’ অনুপ জালোটা। ভাইরাল হওয়া এক ভিডিয়োতে🦋 তাঁকে বলতে শোনা যাচ্ছে, 🐬যাতে অবিলম্বে এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সরকার ভাবনা-চিন্তা শুরু করেন। ‘কারও কিছু যায় আসবে না। কাশ্মীরের মতো শুধু একটা ঘোষণা দিতে হবে। এটা মানুষের মধ্যে এমন কী প্রভাব ফেলেছে। শান্তিই তো বজায় আছে। সন্ত্রাসের ঘটনা কমেছে।’
অনুপ আরও জানান, গোটা বিশ্বে হিন্দুদের জন্য কোনও রাষ্ট্র নেই। তাই আরও বিশেষ করে এই ব্যাপারে ভাবা উচি♔ত। ‘নেপাল ছিল। কিন্তু এখন সেটাকে আর হিন্দু দেশ বলা যাবে না। ভারতে তো বেশিরভাগই হিন্দু আছে এবং এখ✱ন অনেকেই এই তরঙ্গে যোগদান করছে।’
অনুপ জালোটা নিজের বক্তব্যের সঙ্গে আরও যোগাযোগ করেন, ‘যখন ভারত ও পাকিস্তান আলাদা হয়ে গিয়েছিল, তখন পাকিস্তানকে ইসলামিক দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল কারণ মুসলিম 🌳জনসংখ্যা সর্বাধিক ছিল। ভারতকে তখনই হিন্দুরাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত ছিল। কিন্তু তখন যখন হয়নি এখন অন্তত তা হওয়া উচিত।’
সম্প্রতি মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামে যাওয়ার পরেই অনুপ জালোটার এই বক্তব্🌺য সামনে এসেছে। বাগেশ্বর ধামের পুরোহিত ধীরেন্দ্র শাস্ত্রী হিন্✱দুরাষ্ট্রের আরেকজন প্রবক্তা এবং তিনি তার অনুসারীদের মধ্যে অনেকদিন ধরেই হিন্দু রাষ্ট্রের দাবি উত্থাপন করছেন।
অনুপ জালোটার জন্ম বর্তমান উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতালে। তার পিতা ছিলেন পঞ্জাবের ‘শাম চৌরাসি’ ঘরানার বিখ্যাত ভজন গা🧜য়ক পুরুষোত্তম দাস জালোটা। অনুপের সংগীত শিক্ষা উত্তরপ্রদেশের লখনউতে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দার কুমার গুজরালের নাতি মেধাকে বিয়ে করেছেন অনুপ। বিগ বস ১২-র ঘরে অংশ নিয়েছিলেন অনুপ। সেখানে তাঁর নিজের ছাত্রী জসলিন মাথারুর সঙ্গে ‘মিথ্যে প্রেমের’ গল্পও ফেদেছিলেন। যদিও পরে সলমন খানের ওই রিয়েলিটি শো থেকে বের হয়ে জানান, এসব সবই ছিল শুধুমাত্র টিআরপির জন্য।