৬৯ বছরে পা রাখলেন বলিউড অভিনেতা অনুপম খের। বলি൩উডের ৫৪০ টি-র উপর সিনেমায় কাজ করেছেন অভিনেতা। জন্মদিনের দিনই🌟 নতুন ঘোষণা সারলেন তিনি। জানালেন নতুন কিছু করতে চান, পরিচালনায় ফিরছেন তিনি।
২০০২ সালে ‘ওম জয় জগদীশ’ নামে একটি ফিচার ফিল্ম তৈরি করেছিলেন অভিনেতা। যাতে অভিনয় করেছিলেন ওয়াহিদা রহমান, অনিল কাপুর, অভিষেক বচ্চন, ফারদিন খান, উর্মিলা মাতন্ডকর, মহিমা চৌধুরী এবং তারা শর্মা। পরে ২০১২ সালে একটি শর্ট ফিল্ম বানিয়েছেন অভিনেতা। এরপর ‘ওম জয় জগদীশ’-এর প্রায় কুড়ি বছর কেটে গিয়েছে। জন্মদিনে মায়ের আশীর্বাদ নিয়ে নতুন ছবি পরিচালনার কথা ঘোষণা করলেন অনুপম। আরও পড়ুন: কেমন ক্রিকেট খেলেন করিনা? ‘ও পতৌদি…’, ISPL-এর ফ🍷াঁকে বউকে নিয়ে মজꦇার কথা ফাঁস সইফের
অনুপম খের লিখেছেন, 'তানভি দ্য গ্রেট: যে ছবিটা আমি পরিচালনা করতে চাই আমার জন্মদিনে সেই ছবির কথা ঘোষণা করলাম। পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। কিছু গল্প তাদের পথ খুঁজে পায় এবং বিশ্ব🤪ের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুত। শুরু করার সর্বোত্তম উপায় হল আমার মায়ের আশীর্বাদ নেওয়া। তাঁর মন্দিরে আমার বাবার ছবি সামনে আমাকেও আশীর্বাদ করেছেন। গত তিন বছর ধরে #Passion #Courage #Innocence এবং #Joy-এর এই মিউজিক্যাল স্টোরি নিয়ে কাজ করছি। অবশেষে আগামীকাল মহাশিবরাত্রির শুভ দিনে শ্যুটিং শুরু করছি। জন্মদিন নিজেকে চ্যালেঞ্জ করার সেরা দিন! দয়া করে আমাকে আপনার ভালোবাসা, শুভেচ্ছা এবং আশীর্বাদ পাঠান! ওম নমঃ শিবায়!'
ছবি নিয়ে বেশি কিছু জানাননি অনুপম খের। শেষবার ‘কাগজ ২’ ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। সতীশ কৌশিক অভিনীত শেষ ছবি ‘কাগজ ২’। গত ১ মার্চ মুক্তি পেয়েছে সেই ছবি। ‘কাগজ ২’ ছবিতে সতীশ কৌশিকের পাশাপাশি রয়েছেন অনুপম 𒁏খের, দর্শন কুমার, নীনা গুপ্তা এবং অন্যান্যরা। ছবির পরিচালনা করেছেন ভিকে প্রকাশ। প্রযোজনা করেছেন সতীশ কৌশিক, রতন জৈন এবং গণেশ জৈন।
প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা কারও অজানা নয়। সতীশের প্রয়াণের পর তাঁর পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অনপুম খের। সতীশের মৃত্যুর খবর অনুপমই প্রথম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন। গত বছর ৯ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে সতীশের মৃত্যু হয়। বন্ধুর শেষকৃত্যে চোখের জল বাঁধ মানেনি অনুপমের। তার পর থে﷽কেই বন্ধুর পরিবারের পাশে রয়েছেন অনুপম।