ছোটবেলাটা হিমাচল প্রদেশেই কেটেছে অনুপম খের-এর। সেই সময়ে পঞ্জাব ইউনিভার্সিটিতে হওয়া একটি অডিশন দেওয়ার জন্য মায়ের টাকা রাখার জায়গা থেকে ১১৮ টাকা চুরি করেছিলেন তিনি। ২০১৮ সালে হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘটনার কথা উল্লেখ করে বর্ষীয়ান বলি-অভিনেতা জানিয়েছেন, সেই সময়ে পরিবারের কাছে ওই 𒁏পরিমাণ টাকা চাওয়ার সাহস তাঁর ছিল না তাই চুরির রাস্তা বেছে নিয়েছিলেন তিনি। যদিও ওই সংস্থার তরফে জানানো হয়েছিল অডিশনে উৎরে গেলে ২০০ টাকা করে দেওয়া হবে। তবে চুরি করার সাফাই হিসেবে অনুপমের সেই বক্তব্যে ধোপে টেকেনি। ধরা পড়ামাত্রই মায়ের হাতে সপাটে চড় খেয়েছিলেন তিনি!
সেই সাক্ষাৎকারে অনুপম আরও বলেছিলেন, 'খেলাধুলোয় কোনওদিনই খুব একটা ভালো ছিলাম না। তবে অভিনয় করতে খুব ভালো লাগত। সিমলার গভর্নমেন্ট কলেজ পড়াকালীন হিমাচল প্রদেশ ইউনিভার্সিটির সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছিলাম। এরপর হিমাচল প্রদেশ ইউনিভার্সিটিতে ইকোনোমিক্স নিয়ে পড়তে পড়তে নজরে এসেছিল চন্ডীগড়ের পঞ্জাব ইউনিভার্সিটির ইন্ডিয়ান থিয়েটারের বিভাগ-এর একটি বিজ্ঞাপন। সেখানে একটি অডিশনের কথা ঘসহনা করে জানানো হয়েছিল যাঁরা তাতে উৎরে যাবে, তাঁদের জন্য ২০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। আমার সেখানে যাওয়ার জন্য খরচের টাকা চাওয়ার সাহস ছিল না পরিবারের কাছে। তাই মায়ের লক্ষীর ভাণ্ডার থেকে ১১৮ টাকা চুরি করেছিলাম। তারপর পৌঁছে গিয়েছিল🍸াম পঞ্জাব ইউনিভার্সিটি।'
পরে বাড়ি ফিরে জেনেছিলাম টাকা চুরি হয়ে গিয়েছে দেখে বাড়িতে পুলিশ ডেকেছিলেন মা। আমাকেও ওই টাকার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। তবে সটান মিথ্যে বলে দিয়েছিলাম। এর প্রায় এক সপ্তাহ বাদে বাবার🤡 মনে কী সন্দেহ হওয়াতে আমাকে নানারকম জিজ্ঞাসাবাদ করা শুরু করেছিলেন উনি। অন্য উপায় না দেখে সত্যি কথা স্বীকার করে ফেলেছিলাম আমি। আর সে 🥂কথা জানামাত্রই আমাকে ঠাটিয়ে চড় মেরেছিল মা। তবে বাবা সেই সময়ে মা'কে আস্বস্ত করে জানান যে আমি ওই অডিশনে নির্বাচিত হব এবং ২০০ টাকার বৃত্তি পাবো এবং তার থেকেই মায়ের ওই টাকা ফেরত দিয়ে দেব।