আজকাল চাকরির খোঁজে সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্ম ‘লিঙ্কডইন’ (LinkedIn) অ্যাকাউন্ট খোলেন অনেকেই। সম্প্রতি সেই 'লিঙ্কডইন'-এ সার্চ করতে গিয়ে অনেকেই হয়ত চমকে উঠেছেন, একী অভিনেতা অনুপম খের যে! হ্যাঁ, LinkedIn-এ অ্যাকাউন্ট রไয়েছে অভিনেতা অ্যাকাউন্ট খুলেছেন বর্ষীয়ান অনুপমও। সেখ🐼ানে নিজের একটা সিভিও আপলোড করেছেন তিনি। কী অবাক হচ্ছেন?
অবাক হওয়ার আরও বাকি আছে! LꦛinkedIn-এ আপলোড করা সেই সিভিতে নিজেকে ‘স্ট্রাগলিং অ্যাক্টর’ হিসাবে বর্ণনা করেছেন অনুপম খের। শুধু তাই নয়, বর্ণনায় তিনি নিজেকে ‘অভিনেতা, শিক্ষক, লেখক, অনুপ্রেরণাদায়ক বক্তা’ হিসাবে বর্ণনা করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘প্রতি পাঁচ বছর অন্তর আমি আমার জীবনবৃত্তান্ত আপডেট করি! ভাগ্যক্রমে, আমার পেশায় বয়সের কোনো সীমা নেই। আশাকরি আমার বায়োডাটা আপনাদের ভালো লাগবে!!! জয় হো!’ গত ২৪ সে🐟প্টেম্বর নিজের এই সিভি আপডেট করেছেন অনুপম।
আরও পড়ুন-লোকে লোকারণ্য! বৃষ্টিতে ভিজেই🐲 বহুরূপীদের ভিড়ে নিউমার্কেটের রাস্তায় নাচলেন কৌশানি
এখানেই শেষ নয়, নিজেকে একজন ‘স্ট্রাগলিং অ🍬্যাক্টর’ হিসাবে বর্ণনা করে অনুপম লিখেছেন, 'পকেটে মাত্র ৩৭টাকা নিয়ে আর স্বপ্নবিভোর মন নিয়ে একদিন মুম্বইয়ে পা রেখেছিলাম। ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গে এই শিল্প শেখার সঙ্গে সঙ্গে ছোট ছোট ভূমিকায় অভিনয় করেছি।'
'সারংশ' হিসাবে লিখেছেন,'আর এই ছবিটি শুধু൲ আমার ফিল্মোগ্রাফিতে বদল আনেনি, আমার জীবনটাই বদলে দিয়েছে। এই ছবির হাত ধরেই বহু পুরস্কার জিতেছি। জীবন বুঝিয়ে দিয়েছে বয়স শুধুই একটা সংখ্যামাত্র।'
সব শেষে লিখেছেন, ‘জীবন য🔯দি একটা সিনেমা হয়, তাহলে আমি বহু ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছি। সিমলার একটা ছোট্ট শহর থেকে উঠে এসে গোটা বিশ্বব্যাপী বিশ্বব্যাপী বহু চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটেছি। এখনও পর্যন্ত আমি ৫০০ টিরও বেশি ছবিতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছি। সব ছবি থেকেই কিছু না কিছু শিখেছি।’
প্রসঙ্গত, বলিউডের অন্যতম সেরা অভিনেতা মানা হয় অনুপম খেরকে। যিনি কিনা ৫০০ টিরও বেশি ছবি অভিনয় করেছেন, যার ম🌸ধ্যে সারাংশ (১৯৮৪), লামহে (১০৯১), দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (১৯৯৫), এবং কুছ কুছ হোতা হ্যায় ১৯৯৮) এর মতো আইকনিক ছবি রয়েছে। তার মধ্যে রয়েছে দুটি ছবি জাতীয় চলচ্চিত্র𝔉 পুরস্কার এবং আটটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছে। ভারতীয় চলচ্চিত্র এবং শিল্পকলায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ, ভারত সরকার তাকে ২০০৪ সালে পদ্মশ্রী এবং ২০১৬ সালে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করে। এছাড়াও তিনি ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অর্জনের জন্য আইফা পুরস্কার পান।
তবে অনুপমের এই পোস্ট পড়ার পর সকলেই বেশ ভালোভাবেই বুঝেছেন, 🅺তাঁর এই পোস্টটি মজা করেই তিনি করেছেন। তাঁর 𝔍এই পোস্ট অভিনেতার রসবোধেরই পরিচয় দেয়। অনুপমের এই পোস্টটি লাইক করেছেন প্রায় ২০হাজার মানুষ। এক নেটেজেন লিখেছেন, ‘পোস্টটি আমার বেশ পছন্দ হয়েছে। আপনি বুঝিয়েছেন, যে কীভাবে মজা করে জীবনের গল্প বলা যায়।’ কেউ আবার লিখেছেন, ‘আপনি কী কী পুরস্কার পেয়েছেন সেগুলিও উল্লেখ করা উচিত ছিল।’