জমে উঠেছে প্যারিস অলিম্পিকের আসর। গোটা দেশের ক্রীড়াপ্রেমীদের চোখ এখন সেদিকে। রবিবার ইতিমধ্যেই দেশকে শ্যুটিংয়ে ইতিহাসিক ব্রোঞ্জ এনে দিয়েছিলেন ২২ বছরের তরুণ তুর্কি মনু ভাকর। দেশের প্রথম মহিলা হিসাবে শ্যুটিংয়ে অলিম্পিক পদক জিতেছেন মনু। এইসবের মাঝেই আচমকা আলোচনায় অনুপম খের। আরও পড়ুন-‘আমার হাত ধরে তার প্যান্টের চেন খুলে দেয়…’, দিল্লিতে শ্লীলতাহানি, আজও শিউরে ও𒁃ঠেন বাঙালি নায়িকা
অলিম্পিক নিয়ে সোশ্য়াল মিডিয়ায় ভুল তথ্য পরিবেশন করে হাসির খোরাক হলেন বর্ষীয়ান অভিনেতা। গেরুয়া শিবির ঘনিষ্ঠ অভিনেতা শনিবার অলিম্পিক প্রতিযোগিতার দ্বিতীয়ꦕ দিনে পুরুষদের ৪X ৪০০ মিটার রিলে প্রতিযোগিতার পুরোনো একটি ভিডিয়🦋ো এক্স হ্যান্ডেলে শেয়ার করে লেখেন, ‘ফাইনালে ভারত! জয় হিন্দ’। হ্যাশট্যাগে দেখা যায়, অলিম্পিক গেমস।
আসলে এই ভিডিয়ো অলিম্পিক প্রতিযোগিতারই নয়, বরং গত বছর অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপের। বিশ্ব চ্যাম্পিয়নশিপের হিটে মার্কিন দৌড়বিদদের ঘুম উড়িয়ে দ্বিতীয়স্থান দখল করেছিল টিম ইন্ডিয়া। ব্রিটেন, জামাইকার তো শক্তিশালী দলের থেকেও এগিয়ে থেকে অ্যাথলেটিক্সে একদম উপরে থাকা দল মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় হয় আনাস, জেকব, ভারিয়াথোডি এবং রমেশরা। সেই সোনার দৌড়ের ক্লিপিংসই ভুলবশত শেয়ার করেন অনুপম খের।এরপরই শুরু ট্রোলিং। একজন লেখেন, ‘স্যার, ♏নিশ্চয় ভিডিয়োটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এসেছিল?’ অপর একজন লেখেন, ‘একেই বলে অন্ধভক্তি! জানেন না অ্যাথলেটিক্সের ইভেন্ট এখনও শুরুই হয়নি’।
জেসমিনের সঙ্গে সম্পর꧋্ক𝕴ে ইতি! তন্বীকে মন দিলেন রাজদীপ? প্রেম নিয়ে মুখ খুললেন নায়ক