মাত্র কয়েকদিন হল মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ছবি অ্যানিম্যাল। আর তারপর থেকেই যেন এই ছবি নিয়ে চর্চার কোনও অন্ত নেই। দর্শকদের থেকেও বিপুল সাড়া পাচ্ছে এই ছবি। যদিও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে অ্যানিম্যাল। কারও দারুণ ভালো লেগেছে এই অ্যাকশনে ভরপু♔র এই ছবি। কারও আবার নারী বিদ্বেষী, হিংস্র লেগেছে। আর দুই ধরনের মতামতই এখন সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে অ্যানিম্যালকে নিয়ে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুরাগ কাশ্যপ।
অ্যানিম্যাল নিয়ে কী বললেন অনুরাগ?
নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ জানিয়েছেন তিনি মারাকেচ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে সদ্যই ফিরেছেন, ꦏফলে তাঁর এখনও রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল ছবিটি দেখা হয়নি। তবে ছবিটি না দেখলেও ছবিটি নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সেই বিষয়ে🉐 অবগত তিনি। আর সেই বিতর্ক নিয়ে এবার সরব হলেন অনুরাগ।
আরও পড়ুন:
আরও পড়ুন: মিঠুন ফেরালেন ছবি বিশ্বাসের স্মৃতি,𒅌 প্রকাশ্যে কাবুলিওয়ালার ট্রেলার
অনুরাগ কাশ্যপের মতে, আজকাল ভারতের লোকজন ছবি দেখে সহজেই রেগে যান বা বিরক্ত হন। তবে কারও কিন্তু অধিকার নেই যে একজღন পরিচালক কী বা কেমন ছবি বানাবেন সেটা বলে দেওয়ার। একজন পরিচালকের সম্পূর্ণ অধিকার আছে কোন বিষয়ে ছবি বানাবেন সেটা স্বাধীন ভাবে বাছা এবং বানানোর। যদিও তিনি মনে করেন যে যাঁরা শিক্ষিত তাঁরা কোনও ছবি দেখে এভাবে রেগে বা বিরক্ত হয়ে যান না। তবে এটা ঠিক সিনেমা হামেশাই কখনও বিতর্ক কখনও ইমোশন কখনও আবার সমালোচনা উসকে দেয়।
একই সঙ্গে অনুরাগ কাশ্যপ স্মরণ করিয়ে দেন যে এর আগে যখন কবীর সিং মুক্তি পায় তখনও একই আলোচনা উসকে হয়েছিল। তিনি এদিন তাঁর বক্তꦕব্যে স্পষ্ট করে দেন যে যে যাই বলুক না কেন ভারতের সমাজে আজও ৮০ শতাংশ মানুষ🤡ই কবীর সিংয়ের মতোই।
তবে অনুরাগ কাশ্যপ যতই সন্দীপ রেড্ডি ভাঙাকে সমর্থন করুন না কেন গীতিকার স্বানন্দ কিরকিরে কিন্তু তাঁর টুইটার অ্যাকাউন্টে অ্যানিম্যাল ছবিটিকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। ꦛমূলত এই ছবিতে যেভাবে মহিলাদের চরিত্রকে তুলে ধরা হয়েছে। তবে মতে ভারতীয় ছবি যদি এভাবে চলতে থাকে তাহলে সেটা ভয়ঙ্কর হতে পারে।
অ্যানিম্যাল প্রসঙ্গে
অ্যানিম্যাল ছবিটি ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে রণবীর কাপুরকে। তাঁর বিপরীতে জুটি বেঁধেছেন রশ্মিকা মন্দানা। অন্যান্য গুরুত্বপূর্ণ 𒅌চরিত্রে আছেন অনিল কাপুর, ববি দেওল, প্রমুখ।