অস্কার জয়ী সুরকার এআর রহমানের মেয়ে খাতিজা রহমানের নাম কম-বেশি সকলের জানা। বছর তিনেক আগে ‘বোরখা বিতর্ক’-এ নাম জড়িয়েছিল তাঁর। তবে সে-সব এখন অতীত। রহমানের ‘পর্দানশীন' এই কন্যের ঝুলিতে এবার নয়া সাফল্য। এতদিন সুগায়িকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন খাতিজা, এবার বাবার পদচিহ্ন অনুসরণ করে সুরকারের ভূমিকায় রহমান-কন্যা। ছবির নাম ‘মিনমিনি’। পরিচালক হলিথা শা🍌মিমের এই তামিল ছবিতে সুর দিতে চলেছেন রহমানের মেয়ে খাতিজা রহমান।
পরিচালক শামিম টুইটারে এই সুখবর ভাগ করে নেন। এতদিন সঙ্গীত পরিচালনার খুঁটিনাটি খুব কাজ থেকে দেখেছেন, এবার নিজে সেই আসনে। খাতিজার প্রতিভায় মুগ্ধ হলিথা শামিম। তাঁর ভাগ করে নেওয়া ছবিতে মিউজিক স্টুডিও-র ভিতর পাওয়া গেল খাদিজাকে। কাজে মগ্ন রহমান-কন্যা। হালিথা শামিম লেখেন, ‘দারুণ খুশি এমন এক অনন্য ܫপ্রতিভাধরের সঙ্গে কাজ করতে পেরে। মিনমিনির জন্য (সুর দিচ্ছেন) খাদিজা রহমান। এই গায়িকা কিন্তু একজন দুর্দান্ত সুরকার। দারুণ কিছু একটা আসতে চলেছে’।
খাতিজার এই নয়া ইনিংস নিয়ে উচ্ছ্বসিত শুভাকাঙ্খীরা। রহমান-কন্যাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। সুরকার হিসাবে নিজের সফর শুরুর ব্যাপারে কথা বলতে গিয়ে খাতিজা জানান, পুরোটাই ঘটেছে আচমকা, এটা মোটেই পরিকল্পনামাফিক নয়। টাইমস অফ ইন্ডিয়াকে তিনি বলেন, ‘গত বছর ভাবছিলাম আমি কী করতে চাই। আমি গান গাইছিলাম, আরও অনেক কিছুই করছিলাম। মনে হচ্ছিল অনেক দিকে মনোনিবেশ করছি। ঘটনাচক্রে আমার কাছে অপর এক মহিলা পরিচালকের তরফে অফার আসে সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করবার জন্য। তখন ভাবলাম 🦩তাহলে আমি হালিথা ম্যামকেও বলি, উনি এখনও আমার সঙ্গে কাজ করতে উৎসাহী কিনা। উনি আমার ইন্ডিপে♋নডেন্ট ট্র্যাক শুনে খুশি হন। জানান, আমার কন্ঠ ওঁনার পছন্দ, আমার চিন্তা-ভাবনাও। উনি আমার সঙ্গে কাজ করতে চান’।
প্রকাশ্যে নিজের চেহারা দেখান না খাতিজা, বোর꧑খা-হিজাবে ঢেকে রাখেন শরীর। বাবার সঙ্গে স্টেজে পারফর্ম করবার সময়ও খাদিজার দেখা মেলে বোরখায়। এর জেরে প্রকাশ্যে তসলিমা নাসরিন প্রকাশ্যে বিদ্রুপ করেছিলেন খাতিজাকে। যোগ্য জবাবও দিয়েছেন রহমান-কন্যা। মেয়ের পাশে দাঁড়িয়েছিলেন রহমানও।