অপেক্ষা আর কয়েকঘন্টার। প্রস্তুতি পর্ব সারা হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তিলোত্তমায় পারফর্ম করবেন ঘরের ছেলে অরিজিৎ সিং। বহুবিতর্ক আর টালবাহানার পর নির্ধারিত দিনেই কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে অরিজিৎ সিং-এর কনসার্ট। শনিবার অ্যাকোয়াটিকায় 'অরিজিৎ সিং ওয়ান নাইট ট্যুর ওনলি কলকাতা' শীর্ষক অনুষ্ঠান ঘিরে গায়কের ভক্তদের মধ্যে উন্মাদনার পারদ তুঙ্গে। এদিন বিকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন কনসার্ট ভেনুর বাইরে। এখনও খোলা হয়নি গেট। তবে গিজগিজে দর্শকদের লাইন চোখে পড়ছে। পুলিশ সূত্রে খবর, ১০ থেকে ১২ হাজার দর্শকের ভিড় থাকবে এদিনের কনসার্টে। এই🐈 অনুষ্ঠানের টিকিট মূল্য শুরু হয়েছিল ৩,৫০০ টাকা থেকে, সর্বোচ্চ মূল্য ছিল ৭৫,৫০০ টাকা। তাতেও টিকিটের অকাল! রমরমিয়ে বিকিয়েছে অরিজিতের অনুষ্ঠানের টিকিট।
ভিড় সামলাতে রীতিমতো হিমসিম খাচ্ছে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। নিরুপদ্রবে এই অনু🌃ষ্ঠান শেষ করাই কড়া চ্যালেঞ্জ কলকাতা ও বিধাননগর পুলিশের কাছে। গাড়ির পার্কিং নিয়ে এবার বাড়তি সতর্ক পুলিশ। অরিজিতের কনসার্ট ভেনু ওয়াটার থিম পার্ক 'অ্যাকোয়াটিকা', যা কলকাতা পুলিশের এলাকায় পড়ে, অন্যদিকে আশপাশের বিস্তীর্ণ তল্লাট পড়ছে বিধাননগর কমিশনারেটের আওতাভুক্ত।
অরিজিতের কনসার্টের যে পরিমাণ টিকিট বিকিয়েছে তাতে দু'-আড়াই হাজার গাড়ির পার্কিংয়ের বন্দোবস্ত করতে হবে। কিন্তু অ্যাকোয়াটিয়ায় সেই সুবিধা নেই। পাশাপাশি সল্টলেক ও নিউ টাউন থেকে যে দু'টি রাস্তা এই ওয়াটার পার্কে পৌঁছায় 🌄তাও যথেষ্ট সকীর্ণ। সেই কারণেই গাড়ি পার্কিংয়ের ব্🎐যবস্থা করা হয়েছে কনসার্ট ভেনু থেকে প্রায় দেড় থেকে দু-কিলোমিটার দূরে। সেখান থেকে অরিজিতের কনসার্ট ভেনু পর্যন্ত পৌঁছাতে ব্যবস্থা করা হয়েছে টোটোর। এর জন্য পার্কিং লটে ৬০টি টোটো থাকবে, এর ভাড়া দর্শকদের টিকে হবে না। প্রয়োজনীয় ভাড়া মেটাবে আয়োজক সংস্থা।
জানা গিয়েছে, ১২০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট চওড়া মঞ্চ বাঁধা হয়েছে এই ও🤪পেন এয়ার কনসার্টের জন্য। মুম্বই থেকে টেকনিশিয়ানরা এসেছেন লাইট ও সাউন্ডের কাজে।
আরও পড়ুন-‘বাচ্চা চাই, তবে মা'কে দরকার নেই..’൲, ৫৭-তে๊ সিঙ্গল সলমন! করেছিলেন বাবা হওয়ার ইচ্ছাপ্রকাশ
অ্যাকোয়াটিকা অর্থাৎ অনুষ্ঠানস্থলের ꦇভিতরেই ৪৫০ জন পুলিশকর্মী থাকবেন, থাকবে আয়োজকদের ৩০০ জন বাউন্সার। থাকবে ২৫০ জন সিভিক ভলেন্টিয়ারও। লালবাজারের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা এদিন হাজির থাকবেন। জানা গিয়েছে, কলকাতা পুলিশের ৬ জন ডিসি ও ১১ জন এসি পদমর্যাদার অফিসার এদিন ভেনুতে থাকবেন। জায়গায় জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখতে না-রাজ পুলিশ। সব মিলিয়ে অরিজিতের কনসার্টের জন্য প্রস্তুত শহর কলকাতা।