আরজি কর নিয়ে পোস্ট করে ফের চর্চায় অরিজিৎ সিং। WhoamI (আত্মজআরজলজ) -এক্স হ্যান্ডেলটি অরিজিতের নিজস্ব বলেই জানা যায়। সোমবার সেই X হ্যান্ডেল থেকেই লেখা হয়, সব কোথায় গেল? ভুলে গেল নাকি? আমাদের স্মৃতিশক্তি বড় দুর্বল। এদিন সকালেই এই পোস্ট ঘিরে ফের শোরগোল পড🍸়ে যায় নেটপাড়ায়।
তবে শুধু এই পোস্টটিই নয়,💟 আরও কতগুলি পোস্ট করা হয়েছে। যার একটিতে লেখা ছিল, ‘তিলোত্তমার বিচার? কই?’ আরও একটা পোস্টে লেখা হয়, ‘আমরা আশাহত, ক্ষুব্ধ এবং অসহায়। ওই সিভিক ভলান্টিয়ার ভ্যান থেকে বলছে , তাঁকে ফাঁসানো হয়েছে।’ আর♓ জি কর নিয়ে শুরু থেকেই সরব অরিজিৎ সিং। তাঁর লেখা ও সুর করা আর গাওয়া 'আর কবে?' গানিটই হয়ে উঠেছিল আরজি কর আন্দোলনের অন্যতম হাতিয়ার। যদিও এই পোস্টে আরজি করের কথা সরাসরি উল্লেখ নেই। তবে প্রসঙ্গতেই বেশ স্পষ্ট তিনি কী নিয়ে বলতে চেয়েছেন।
আরও পড়ুন-‘এটাই সম্ভবত আমার শেষ…’, হঠাৎ কেন বলছেন🌠 রাকেশ রোশন! কী ঘটতে চলেছে?