একটাই তো মন, কত বার জিতবে? অরিজিৎ সিং-এর উদ্দেশ্যে আপতত এই একটাই প্রশ্ন নেটিজেনদের। আপতত ব্রিটিশ যুক্তরাজ্যে রয়েছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। কিছুদিন আগে ভরা কনসার্ট মঞ্চে দাঁড়িয়ে ‘আর কবে’🦹 গাইতে অস্বীকার করে অনুরাগীকে উচিত শিক্ষা দিয়েছিলেন অরিজিৎ। জানিয়েছিলেন, আর কবে শুনতে হলে কলকাতার প্রতিবাদ মঞ্চে যেতে হবে। পথে নামতে হবে। আর এবার নিজের কনসার্টে যা করলেন অরিজিৎ, তা জানলে মুগ্ধ হবেন আপনি।
হাজার হাজার মানুষের সামনে অন্যের ভুলের জন্য মহিলা অনুরাগীর ক✅াছে মাথানত করে ক্ষমা চাইলেন অরিজিৎ। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই অ☂নুরাগী। যা দেখে ধন্য ধন্য করছে ফ্যানেরা। ভিডিয়োয় দেখা গেল মাথায় সবুজ পাগড়ি বেঁধে মঞ্চে গান গেয়ে চলেছেন অরিজিৎ। তাঁর পরনে সাদা জ্যাকেট। অরিজিৎ-এর মঞ্চের কাছে ঘেঁষার চেষ্টা করছিলেন অনুরাগী। অরিজিৎ-এর নাম নিয়ে চিৎকারকরছিলেন। শিল্পীর নিরাপত্তার দায়িত্বে থাকা এক রক্ষীর দুর্ব্যবহারের শিকার হন ওই মহিলা। আচমকাই ওই মহিলার গলা ধরে তাঁকে ধাক্কা দেওয়া হয়।
গান গাইতে গাইতেও এই দৃশ্য অরিজিৎ-এর নজর এড়ায়নি।💃 তিনি মঞ্চ থেকেই অরিজিৎ ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, ‘এরকম করা একেবারেই উচিত নয়। কারুকে গলা ধরে ধাক্কা দেওয়া উচিত নয়’। অরিজিৎ ওই ভক্তের উদ্দেশ্যে আরও বলেন, ‘আমি দুঃখিত। আপনার সঙ্গে এটা মোটেই উচিত হয়নি। আমি যদি ওখানে থাকতাম, তাহলে কিছুতেই এমনটা হতে দিতাম না’।
অরিজিৎ-এর ফ্যান পেইজ গুলোর দৌলতে এখন নেটমাধ্য়মে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। সকলেই প্রিয় গায়কের প্রশংসায় পঞ্চমুখ। আরজি কর নিয়ে প্রতিবাদের গান বেঁধে গোটা বাংলার নয়ণের মণি অ𒉰রিজিৎ। অগস্ট মাসেই ইউরোপ ট্যুর করার কথা ছিল তাঁর, সেই সময় শারীরিক অসুস্থতার জেরে তা বাতি൩ল হয়।
সম্প্রতি ইউকে কনসার্ট চলাকালীন একজন আর কবে গাওয়ার অনুরোধ করে গায়ক সটান জবাব দেন, ‘এটা ཧএ সবের জায়গা নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। আমি কাজ করছি। আর ওই গান আমার শিল্প। এটা সঠিক সময় নয় এই গান গাওয়ার। তুমি যদি সত্যিই প্রতিবাদ কর🐲তে চাও, যাও কলকাতায় যাও।’