পুজোর সময় স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের গল্প নিয়ে আসছে দেবের নতুন ছবি। অরুণ রায় পরিচালিত এই ছবিতে দেব নাম ভূমিকায় ধরা দেবেন। প্রথমবার অবতীর্ণ হবেন কোনও স্বাধীনতা সংগ্রামীর বেশে। ইতিমধ্যেই সেই ছবির প্রথম ঝলক মুক্তি পেয়ে গিয়েছে। গত ১৪ অগস্ট প্রথমে মুক্তি পায় বাঘা যতীন ছবির ব✨াংলার টিজার। ১৫ অগস্ট আসে ছবির হিন্দি টিজার। হ্যাঁ, এই ছবিটি বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ভাষাতেও গোটা দেশ জুড়ে মুক্তি🥀 পাচ্ছে। আর এবার দেবের এই ছবির পাশে দাঁড়ালেন খোদ অরিজিৎ সিং।
অরিজিৎ সিং এদিন বাঘা যতীন ছবির হিন্দি ভার্সনের টিজার তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে তিনি এই ছবির সমর্থনে লেখেন, 'স্বাধীন ভারতের স্বপ্ন দেখে, স্বাধীন ভারতের জন্য যে বীর স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়েছিলেন তাঁদের অন্যতম বীর যোদ্ধার অজানা গল্পের সাক্ষী থাকুন। দেব এবং দেব এন্টা𒆙রটেইনমেন্ট ভেঞ্চারসকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বাঘা যতীনের গল্পকে বড় পর্꧋দায় নিয়ে আসার মতো একটা সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য অনেক শুভ কামনা রইল। আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করছি আপনারা সকলে দয়া করে এই ছবির পাশে থাকবেন। এই বীর যোদ্ধাকে সম্মান জানাবেন।'
অরিজিৎ সিংয়ের এই পোস্ট এদিন দেব আবার তাঁর পেজ থেকে শেয়ার করেন। তিনি এই পোꦐস্টটি শ𒉰েয়ার করে লেখেন, 'ধন্যবাদ ভাই।'
আরও পড়ুন: 'হয় মারে নইলে মরে, কিন্তু ধরা পড়ে না', রুদ্ধশ্বাস💞 প্রি-টিজারে বাঘা যতীন হয়ে ধরা দিলেন দেব
এটাই প্রথমবার নয় যখন কোনও ছবির পাশে কেউ দাঁড়াল। এই তো কদিন আগেই ব্যোমকেশ ও দুর্গ রহস্য মুক্তি পেয়েছে দেবের। সেই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেও দেಌব বিপ্লব ঘটিয়ে ফেলেন। সৃজিত মুখোপাধ্যায় এবং তাঁর ব্যোমকেশ টিমকে এনে হাজির করেন তাঁদের ছবির প্রচারের জন্য। এবার দেবের ছবির প্রচার করলেন অরিজিৎ সিং।
অনেকেই তাঁর এই পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'দুই প্রিয় মানুষ একসঙ্গে।' আরেকজন লেখেন, 'দেব আর অরিজিৎ,ౠ বাংলার দুই আবেগের নাম।' 'পুজো এবার জমে যাবে', মত আরেক দেব অনুরাগীর।
প্রসঙ্গত আজ থেকেই শুরু হচ্ছে দেবের শীতের ছবি, প্রধানের শুটিং। অভিনেতা নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সে কথা জানিয়েছেন। এখানে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন সৌমি꧟তৃষা কুণ্ডু।