বলিউড হারাল তার আরও এক পরিচালককে। প্রয়াত হন😼 রাজকুমার কোহলি। শুক্রবার সকালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় রাজকুমারের। চিত্র নির্মাতার শেষকৃত্যের ভিডিয়ো-তে ছেলে আরমান কোহলিকে দেখা গেল অশ্রুসজল চোখে। উপস্থিত ছিলেন সোনু নিগম, প্রার্থনা করতে দেখা যায় গায়ককে।
জানা 🏅গিয়েছে, স্নান করতে বাথরুমে ঢুকেছিলেন রাজকুমার কোহলি। কিন্তু দীর্ঘসময় পর বাইরে বেরোচ্ছিলেন না। এরপর ছেলে আরমানই ভাঙেন বাথরুমের দরজা। 𓃲দেখা যায়, মেঝেতে পড়ে আছেন রাজকুমার। এরপর সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত হিসেবে ঘোষণা করেন।
পরিচালক 'দুল্লা ভাট্টি' (১৯৬৬) এবং 'লুটেরা' (১৯৭০)-সহ বেশ কয়েকটি বলিউড সিনেমা পরিচালনা করেছিলেন। যেখানে প্রধান চরিত্রে দারা সিং এবং নিশি অভিনয় করেছিলেন। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 'নাগিন,' 'জানি দুশমন,' ‘বদলে কি আগ’ এবং ‘রাজ 🍰তিলক’।
রাꩵজকুমার কোহলি তাঁর ছেলে আরমান কোহলিকে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় করিয়ে দেন মাল্টি-স্টারার অ্যাকশন ফিল্ম 'বিরোধি' (১৯৯২) ꦏএর মাধ্যমে। বাবা-ছেলের জুটি আবার 'আউলাদ কে দুশমন' (১৯৯৩) এবং 'কাহার' (১৯৯৭) ছবিতে কাজ করেন। যদিও ছেলে পায়নি সাফল্য একটি সিনেমাতেও। স্বল্প বিরতির পর ২০০২ সালে ফিরে আসেন রাজকুমার পরিচালনায়। 'নাগিন' এবং 'জানি দুশমন: এক আনোখি কাহানি'-এর মতো সিনেমা বানান ছেলের কেরিয়ার দাঁড় করাতে।
সানি দেওল, অক্ষয় কুমার, সুনীল শেট্টি, স✤োনু নিগম, মনীষা কৈরালা, আফতাব♌ শিবদাসানি, আরশাদ ওয়ারসি, আদিত্য পাঞ্চোলি এবং শরদ কাপুরের মতো তারকারা কাজ করেছেন পরিচালক রাজকুমার কোহলির সঙ্গে।